নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ২৩ মে ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

alokitonarayanganj
মে ২৩, ২০১৯ ১১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : পবিত্র মাহে রমজান উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) বাদ আছর মাসদাইরে জেলা পুলিশ লাইনস মাঠে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সাংসদ নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-৩ আসনের সাংসদ লিয়াকত হোসেন খোকা, নারায়ণগঞ্জ-৪আসনের সাংসদ শামীম ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ বেগম হোসনে আরা বাবলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, এডিশনাল আইজিপি (প্রশাসন) মইনুর রহমান চৌধুরী, বিপিএম, এডিশনাল আইজিপি আব্দুস সালাম, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশের এডিশনাল আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান ,অতিরিক্ত ডিআইজি (অপারেশন) আসাদুজ্জামান, জেলা প্রশাসক রাব্বী মিয়া, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, র‌্যাব-১১’র সিও লেফট্যানেন্ট কর্ণেল কাজী শমসের উদ্দিন, নারায়ণগঞ্জ-৬২ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল আলআমিন, এফবিসিসিআইয়ের পরিচালক প্রবীর সাহা, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, এশিয়ান গ্রুপের চেয়ারম্যান হারুনুর রশীদ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক।

জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) নারায়ণগঞ্জ জেলাকে সন্ত্রাস, দুর্নীতিমুক্ত শান্তিময় জেলা হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে আজ উন্নয়নের রোল মডেল। কোন জঙ্গী, সন্ত্রাসীর বাংলাদেশে হবেনা। আসুন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদের নেতৃত্বে নারায়ণগঞ্জ সন্ত্রাস, দুর্নীতিমুক্ত এবং আইনের সুশাসনের নারায়ণগঞ্জ হিসেবে গড়ে তুলি।

শামীম ওসমান তার বক্তব্যে বলেন, যারা জনপ্রতিনিধি তারা অবশ্যই আল্লাহ রহমত ছাড়া প্রতিনিধিত্ব করতে পারে না। তাই আমি অবশ্যই বিশ্বাস করি এখানে অনেকেই আছে এখান থেকে একটা হাত আল্লাহ অবশ্যই কবুল করবেন। তাই আমরা সবাই সবার জন্য মাফ চাই এবং বঙ্গবন্ধুর জন্য দোয়া চাই। এসময় তিনি আরো বলেন, এবার ঈদে জামাতে নারায়ণগঞ্জের ইতিহাসের সর্ববৃহৎ জামাত হবে। বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জামাত করতে চাই।

জেলা পুলিশের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, নারায়ণগঞ্জ শহর একটি শান্তিপূর্ণ শহরে পরিণত হয়েছে। সর্বস্তরের গণ্যমান্যদেরকে একত্রিত করতে পেরে আমি সত্যিই আনন্দিত এবং সকলকে ইফতার মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ প্রদান করেন।

এছাড়া ইফতার মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মো. বাদল, সহসভাপতি আব্দুল কাদির, আরজু রহমান ভূইয়া, যুগ্ম সম্পাদক ইকবাল পারভেজ, আবু জাফর চৌধুরী বীরু, সাংগঠনিক সম্পাদক মীর সোহেল, দপ্তর সম্পাদক এমএ রাসেল, মহিলা বিষয়ক সম্পাদক মরিয়ম কল্পনা, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি এমএ রশীদ, সেক্রেটারী আবেদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রোকনউদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক জিএম আরমান, শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, সদস্য শিখন সরকার শিখন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপির নেতৃবৃন্দের মধ্যে সাবেক সাংসদ ও নাগরিক ঐক্যের উপদেষ্টা এসএম আকরাম, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সহসভাপতি রবিউল ইসলাম রবি,মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি এড.সাখাওয়াত হোসেন খান, জমিয়তে উলামায়ে বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মনির হোসেইন কাশেমী, মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া সাংবাদিকদের মধ্যে দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ূন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শামীম, সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ, শরীফ উদ্দিন সবুজ, আবু সাউদ মাসুদ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি, সাংবাদিক রফিকুল ইসলাম রফিক, নাহিদ আজাদ, আমির হোসেন স্মিথ, আহসান সাদিক শাওন, বিল্লাল হোসেন রবিন প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া জেলা পুলিশের ইফতার মাহফিলে শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, কবি, সাহিত্যিক, বিশিষ্ট নাগরিক, সাংবাদিক, ক্রীড়াবিদসহ বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন। ইফতারের আগে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইফতার অনুষ্ঠানে খাবারের মেন্যুতে ছিলো লেবুর সরবত, লাবাং, পানি, খেজুর, লিচু, ছোলা, পিয়াজু, বেগুনী, মুড়ি, বড় বাপের পোলায় খায়, রেশমী জিলাপী, শাহী জিলাপী, তেহারী, কোয়েল রোস্ট, খাসির লেগ রোস্ট প্রভৃতি।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!