নারায়ণগঞ্জশুক্রবার , ৯ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ডিএনডি প্রকল্পের রড লুট,আরো ৪ ডাকাত গ্রেফতার

Alokito Narayanganj24
এপ্রিল ৯, ২০২১ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃ ফতুল্লার পাগলা দেলপাড়া ক্যানেলপাড়স্থ ডিএনডি প্রকল্পের( সেনাবাহিনীর আওতাধীন) ব্রীজ নির্মানের ১৩ টন রড লুট করার ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আন্তঃজেলা ডাকাত দলের আরো ৪ সদস্য কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

এ সময় তাদের স্বীকারোক্তি মোতাবেক লুন্ঠিত ১৩টন রডের মধ্যো সাড়ে ৪ টন উদ্ধার সহ ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ( নারায়নগঞ্জ-ট-০৫-০০৬২)জব্দ করেছে বলে জানায় পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো শরিয়তপুর জেলার গোসাইহাট থানার বড় কাচনা গ্রামের মৃত ওমর আলীর পুত্র ও ঢাকার শ্যামপুর বটতলার নুরু মিয়ার ভাড়াটিয়া কালু মিয়া(৩৫),ঢাকার কেরানীগঞ্জের সাতগাঁওয়ের মৃত মোসলেম মিয়ার পুত্র নান্টু মিয়া(৪০),পটুয়াখালি জেলার গলাচিপা থানার আমির বাড়িয়া গ্রামের হাফেজ হাওলাদারের পুত্র রিয়াজ(৪৫) ও ঢাকার কেরানীগঞ্জের চন্ডিপুরের হাজী রেজাউল করিমের পুত্র মাসুদ(৩০)।

থানা পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০ টার দিকে ফতুল্লা মডেল থানার ওসি(অপারেশন) সঞ্জয় সরকার, মামলার তদন্তকারী কর্মকর্তা এস,আই ইমানুর,এস,আই আসাদ সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে ফতুল্লার সাইনবোর্ড থেকে প্রথমে কালু কে আটক করা হয় পরে তার স্বীকারোক্তি মেতাবেক কেরানীগঞ্জের জিঞ্জিরা বাজার,ডাকপাড়া থেকে নান্টু মিয়া কে আটক করে।এ সময় ডাকপাড়া নাদিয়া ট্রেডার্সের সামনে থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও নাদিয়া ট্রেডার্সের ভিতরে লুকায়িত থাকা ৫৫০ কেজি লুন্ঠনকৃত রড উদ্ধার করে পুলিশ।পরে একই এলাকা থেকে রিয়াজ কে আটক করে পুলিশ।রিয়াজের স্বীকারোক্তি মোতাবেক কেরানীগঞ্জের আটিপাড়াস্থ রেজা হাডওয়ার্ডের মালিক মাসুদ কে আটক করে পুলিশ।পরে তার স্বীকারোক্তিমোতাবেক তার মালিকানাধীন রেজা হাডওয়ার্ডের ভিতরে থাকা ৪৬ বান্ডিলে থাকা লুন্ঠনকৃত ৪ টন রড উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার ওসি(অপারেশন) সঞ্জয় সরকার জানান,মার্চ মাসের ১৮ তারিখ রাতের কোন এক সময়ে ডিএনডি প্রকল্পের (সেনাবাহিনীর আওতাধীন) কুতুবপুর দেলপাড়াস্থ ক্যানেল পাড়ের ব্রীজ নির্মানের কাজের জন্য নিয়ে আসা সায়ীদ এন্টার প্রাইজ ও জে,আর, এন্টারপ্রাইজের ১৩ টন রড কে বা কারা নিয়ে যায়।এ ঘটনায় নির্মানধীন ব্রীজটির তৈরীর দায়িত্বরত ঢাকার মিরপুর পল্লবীর সায়ীদ এন্টার প্রাইজ ও জে,আর এন্টারপ্রাইজের প্রজেক্ট ইনচার্জ আমিরুল ইসলাম বাদী হয়ে মার্চ মাসের ১৯ তারিখে অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করেন।মামলার সূত্র ধরে তদন্তে নামে পুলিশ।এক পর্যায়ে তারা জানতে পারে যে ১৩ টন রড নিয়ে যাওয়ার পেছনে আন্তঃ জেলা একটি অপরাধী চক্র জড়িত রয়েছে। এরপর তারা অভিযান চালিয়ে মার্চ মাসের শেষের দিকে ইব্রাহিম ও জাফর কে গ্রেফতার করে।তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িতের বিষয়টি স্বীকার সহ তাদের সহোযোগিদের জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।সেই সূত্র ধরেই বুধবার (৮এপ্রিল) রাতভর অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রাক ও লুন্ঠনকৃত ১৩ টন রডের মধ্যো সাড়ে ৪ টন রড সহ চার জনকে তারা গ্রেফতার করে।লুন্ঠনকৃত বাকী রডের উদ্ধার সহ জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহ্যত রয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!