নারায়ণগঞ্জবুধবার , ২৩ অক্টোবর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতিবাজ অনিয়মকারীরা সাবধান-দুদক কমিশনার

Alokito Narayanganj24
অক্টোবর ২৩, ২০১৯ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ:দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার মোহাম্মদ মোজাম্মেল হক খান বলেছেন, দুদক এখন আর দন্তহীন বাঘ নয়। দুদক এখন একটি শক্তিশালী স্বাধীন প্রতিষ্ঠান। দুদকের কামড়ের প্রয়োজন হয় না। দুদকের আঁচড় লাগলে অনেকে সহ্য করতে পারে না। দুর্নীতিবাজ অনিয়মকারীরা সাবধান, কেউ দুর্নীতি করে পার পাবে না। দুর্নীতি ও অনিয়ম করলে তাকে আইনের আওতায় আনা হবে। এমনকি তার অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করা হবে।

বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশনের ১৩৮ গণশুনানি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কমিশনার বলেন, প্রভাবশালী রাজনৈতিক নেতা ঈসমাইল চৌধুরী সম্রট দুর্নীতি করে অনেক সম্পদের মালিক হয়েছেন কিন্তু এখন দুদকের জালে আটকা পড়েছেন, আইনের আওতায় এসেছেন। সম্রাটের সাঙ্গ-পাঙ্গদেরও আইনের আওতায় আনা হবে। কেউ ছাড় পাবে না।

তিনি বলেন, দুদক ১০০ জনের বিরুদ্ধে মামলা করার প্রক্রিয়া শুরু করেছে। এই তালিকা আরো দীর্ঘ হবে। তিনি বলেন, বাংলাদেশে দুষ্ট লোকের সংখ্যা খুব বেশি নয়। দেশে ৪৯২টি উপজেলা রয়েছে। প্রতি উপজেলায় যদি ১০ জন করে দুষ্ট লোককে চিহ্নিত করে আইনের আওতায় আনা যায় তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি-অনিয়ম অনেকটা কমে যাবে। দুদক দুর্নীতিবাজ অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু করেছে, এটি অব্যাহত থাকবে। অনেক খারাপ লোক ভালো মানুষের লেবাস ধরে জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে অনিয়ম দুর্নীতি করে বেড়াচ্ছে। তিনি তাদের সাবধান করে বলেন, অপকর্ম অন্যায় করলে একদিন ধরা পড়তেই হবে।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি রূপগঞ্জের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অবঃ) কে এম শফিউল্যাহ, দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক আকতার হোসেন, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হারুন-অর-রশিদ, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুলসহ অনেকে।

পরে গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রূপগঞ্জ উপজেলা পোস্ট অফিস, পল্লী বিদ্যুৎ  সমিতি, স্বাস্থ্য বিভাগ, ভূমি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, শিক্ষা অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, নির্বাচিত জনপ্রতিনিধিরা দুদক কর্মকর্তাদের উপস্থিতিতে অভিযোগকারীদের মুখোমুখি হন। এ সময় বিভিন্ন অভিযোগকারী সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সেবা না পাওয়াসহ দুর্নীতি অনিয়মসহ নানা বিষয় উপস্থাপন করেন।

এ সময় সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা তাদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির ব্যাখ্যা প্রদান করেন। এ সময় দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব বিষয়ে নোট করেন। যেগুলো তাৎক্ষণিক সমাধান করা প্রয়োজন তা সমাধানে সংশ্লিষ্ট দফতর প্রধানকে নির্দেশ দেয়া হয়। গণশুনানিতে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের বিরুদ্ধে প্রায় ১১০টি অভিযোগ উঠে আসে।

অনুষ্ঠানে  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, রূপগঞ্জের বিভিন্ন স্থানে অনিয়ম ও দুর্নীতি চলছে। এসব অনিয়ম ও দুর্নীতি থেকে মানুষকে রক্ষা করতে সরকারি কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে। নিরীহ মানুষের পাশে দাঁড়াতে হবে।

সেক্টর কমান্ডার ফোরামের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল কে এম শফিউল্যাহ বলেন, দুর্নীতি দমন কমিশন দুর্নীতি প্রতিরোধে যে গণশুনানির আয়োজন করছে উপজেলায় উপজেলায় এটিই দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। তিনি সকল অনিয়ম অন্যায়ের বিরুদ্ধে সমাজের শ্রেণী-পেশার মানুষকে প্রতিবাদ জানানোর জন্য আহ্বান জানান।

মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণে উদ্বুদ্ধ হয়েই বাঙালি জাতি নয় মাস যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছে। তেমন করে আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।

নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোঃ হারুনুর রশিদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে হত্যার বিচারকার্য বন্ধের মাধ্যমে দুর্নীতির যাত্রা শুরু হয়। ক্ষমতাসীনরা বিভিন্ন সময় ক্ষমতায় থেকে আশ্রয় প্রশ্রয় দিয়ে দুর্নীতিবাজদের প্রতিষ্ঠা করেছে।

তিনি বলেন, নারায়ণগঞ্জে একসময় চাঁদাবাজ, সন্ত্রাসী, দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা করতে সাহস পেত না। এখন পুলিশ এসব দুর্নীতিবাজ চাঁদাবাজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!