নারায়ণগঞ্জসোমবার , ১৮ নভেম্বর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

না’গঞ্জে ডাকাতি মামলায় ৩ জনের যাবজ্জীবন

Alokito Narayanganj24
নভেম্বর ১৮, ২০১৯ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর মডেল থানার ডাকাতি মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ৫হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুুপুরে ১ আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) শেখ রাজিয়া সুলতানার আদালত এ রায় ঘোষণা করেন ।

কারাদণ্ড প্রাপ্ত আসামি শাহজাহান ওরফে সাজু ফতুল্লা নন্দলালপুর এলাকার আপেল উদ্দিনের ছেলে । একই মামলায় আর পলাতক কারাদণ্ড প্রাপ্ত দুই আসামি হলেন কবির ও কাউসার।

এ বিষয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি এড. জাসমীন আহমেদ জানান, ৫জন আসামীর মধ্যে ১ আসামি উপস্থিতিতে এ রায় দেন আদালত । বাকী দুইজন পলাতক রয়েছেন ।এবং রাজ্জাক মিয়া ও মো. রসকর নামের দুই আসামি মারা গেছেন।

প্রসঙ্গত, ১৯৯৯ সালে চাষাঢ়া লিংক রোড মোড়ে বেরিকেট দিয়ে চাল ভর্তি একটি ট্রাক ডাকাতি চেষ্টা চালানো হয় । এ সময় সদর মডেল থানার টহল পুলিশ চাল ভর্তি ট্রাকটি ডাকাতদের কাছ থেকে উদ্ধার করে । ডাকাতির ঘটনায় তোতা মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে সদর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন । যারম নং- ১০(১০)৯৯ , সেশন মামলা নং – ৫৬/ ২০০১।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!