নারায়ণগঞ্জশনিবার , ২১ মার্চ ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে বার্ষিক অষ্টমী স্নানোৎসব বাতিল

Alokito Narayanganj24
মার্চ ২১, ২০২০ ১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ :করোনাভাইরাসের সংক্রমণ রোধে নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের বার্ষিক অষ্টমী স্নানোৎসব বাতিল করা হয়েছে। আগামী ৩১ মার্চ ও ১ এপ্রিল এ উৎসব হওয়ার কথা ছিল। প্রতি বছর এ উৎসবে দেশ-বিদেশের লক্ষাধিক মানুষের সমাগম হয়ে থাকে।

শুক্রবার নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ জসিম উদ্দিন জানান, করোনাভাইরাসের বিস্তার রোধে সারাদেশে সব ধরনের ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এ নির্দেশনা অনুযায়ী তারা লাঙ্গলবন্দ অষ্টমী স্নানোৎসব বাতিল করতে হিন্দু সম্প্রদায়ের নেতাদের অনুরোধ জানিয়েছিলেন। নেতারা তা মেনে নিয়ে উৎসব বাতিল করেছেন।

স্নানোৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুজিত সাহা জানান, আগেই তারা উৎসবের পরিসর ছোট করার চিন্তা করছিলেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশের সঙ্গে তারা একমত। জেলা প্রশাসন এ নির্দেশনা জানানোর পর তারা ভক্তদের অনুরোধ জানিয়েছেন এবারের উৎসবে না আসতে। ভক্তদের সেবা দিতে যারা আসেন, তাদেরকেও ফোন দিয়ে না আসার জন্য জানানো হচ্ছে। পরিস্থিতি নিয়ে তারা স্থানীয় এমপি, জেলা প্রশাসক, পুলিশ সুপারের সঙ্গে একটি জরুরি সভা করবেন বলেও জানান তিনি।

হিন্দু পুরাণ অনুযায়ী দেবতা পরশুরাম হিমালয়ের মানস সরোবরে গোসল করে মাতৃহত্যার পাপমুক্ত হন। এরপর তিনি এ পবিত্র পানি লাঙ্গল দিয়ে চষে হিমালয় থেকে সমভূমিতে নামিয়ে আনেন। যেখানে এসে তিনি লাঙ্গল থামান সে স্থানটির নাম ‘লাঙ্গলবন্দ’। এটি নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পড়েছে। প্রতি বছর চৈত্র মাসের অষ্টমী তিথিতে লাখ লাখ ভক্ত পাপমোচনের আশায় এখানে এসে পুরোনো ব্রহ্মপুত্র নদে অষ্টমী স্নান করেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!