নারায়ণগঞ্জবুধবার , ৭ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

নারায়ণগঞ্জে নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ

Alokito Narayanganj24
এপ্রিল ৭, ২০২১ ৬:৪৭ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃ নারায়ণগঞ্জে নৌ দুর্ঘটনা প্রতিরোধে ৮ নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ স্বাক্ষরিত একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মঙ্গলবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন এই গণবিজ্ঞপ্তিটি জারি করে।

এতে বলা হয়েছে, নদীর নাব্যতা কম থাকায় এবং কালবৈশাখী মৌসুম আসন্ন হওয়ায় বিভিন্ন ধরণের নৌ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হচ্ছে। যেকোনো ধরণের নৌ দুর্ঘটনা প্রতিরোধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ এবং নৌ-পরিবহন অধিদপ্তরের স্মারক পত্রের প্রেক্ষিতে কিছু নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

১. নৌ পথে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত বাল্কহেড চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

২. বৈধ সনদধারী ব্যতীত নৌযানের মাস্টার, ড্রাইভার, সুকানি, গ্রিজার, প্রকৌশলী বা ইঞ্জিন চালক দ্বারা নৌযান চালানো যাবে না।

৩. যাত্রীবাহী নৌযানে সার্ভে সনদে উল্লিখিত যাত্রী সংখ্যার অতিরিক্ত যাত্রী পরিবহন করা যাবে না।

৪. অভ্যন্তরীণ নৌযান চলাচলের সময় অতিরিক্ত মালামাল বোঝাই করা যাবে না।

৫. প্রত্যেক অভ্যন্তরীণ নৌযান যখন চলমান অবস্থায় থাকে তখন সংঘর্ষ এড়ানোর অথবা দিক নিয়ন্ত্রণ এবং পাল তুলে চলার নির্ধারিত নিয়মাবলী অনুসরণ করতে হবে।

৬. রুট পারমিট, সময়সূচী, ভাড়ার তালিকা প্রদর্শন ব্যতীত নৌযান চালানো যাবে না।

৭. নৌ নিরাপত্তা ও নৌ চলাচল সংক্রান্ত আইন কঠোরভাবে মেনে চলতে হবে।

৮. উল্লেখিত শর্তাবলী যে সমস্ত নৌযান অমান্য করবে মোবাইল কোর্টের মাধ্যমে ঐ সমস্ত নৌযানকে দণ্ডবিধি এবং অভ্যন্তরীণ নৌ চলাচলের বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!