নারায়ণগঞ্জসোমবার , ৯ নভেম্বর ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

Alokito Narayanganj24
নভেম্বর ৯, ২০২০ ৬:৪৫ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃমাদক মামলায় জসিম উদ্দিন (৩৫) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত।  সোমবার (৯ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ সাবিনা ইয়াসমিনের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি জাসমীন আহমেদ জানান, ২০১২ সালের ২৬ অক্টোবর সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ড থেকে ৩৩১ বোতল ফেন্সিডিল ও ৪৮ ক্যান বিদেশি বিয়ারসহ র‌্যাব-৩ এর হাতে গ্রেফতার হয় জসিম উদ্দিন। এ ঘটনায় র‌্যাবের দায়ের করা মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। দন্ডিত জসিম উদ্দিন চাঁদপুর জেলার বাকিলা বাজার পাটোয়ারি বাড়ির আব্দুল মান্নানের ছেলে।

 

তিনি  বলেন, আদালত রায়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) এর ৩(খ) ধারায় ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের অপরাধে আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। একই আইনের ২২(গ) ধারায় বিদেশি বিয়ার ক্রয়-বিক্রয়ের অপরাধে ৩ বছরের সশ্রম কারাদন্ড পাশাপাশি ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।

আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান সংবাদকে বলেন, যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!