নারায়ণগঞ্জশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

নারায়ণগঞ্জে শ্রমিক হত্যা মামলায় শ্রমিক নেতা গ্রেপ্তার

Alokito Narayanganj24
ফেব্রুয়ারি ২১, ২০২০ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে জাহাজের শ্রমিক মাহবুর হত্যা মামলার আসামি জাকির হোসেন চুন্নুকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার নয়াপল্টন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার চুন্নু বিআইডব্লিউটিসির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুন্নাহার ইয়াসমিনের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত শুনানি শেষে ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

গ্রেপ্তারের সত্যতা স্বীকার করে বন্দর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম জানান, গোপন সংবাদে বুধবার রাজধানীর নয়াপল্টন এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে শ্রমিক মাহবুর হত্যা মামলার আসামি জাকির হোসেন চুন্নুকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি জাহাজ শ্রমিক মাহবুরকে পিটিয়ে হত্যা করা হয়। তবে ওই সময় মাহবুর নারায়ণগঞ্জে এসে স্ট্রোক করেছেন বলে তার পরিবারকে ফরিদপুরে ডেকে আনা হয়। পরে স্বজনরা লাশ ফরিদপুর নিয়ে গোসল করানোর সময় নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখতে পায়। এরই ধারাবাহিকতায় গত ৩০ জানুয়ারি ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়।

পরবর্তীকালে গত ৫ ফেব্রুয়ারি নিহতের স্ত্রী বাদী হয়ে নারায়ণগঞ্জের বন্দর থানায় নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সবুজ শিকদার, বিআইডব্লিউটিসির শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাকির হোসেন চুন্নুসহ ১১ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।

মাহবুর হত্যা মামলার অপর আসামিরা হলেন- কবির হোসেন, অলিয়ার রহমান, নয়ন, রায়হান, সাইফুল ইসলাম, লিটন হোসেন, রিপন প্রধান, মো. হারুন মাঝি ও নবী। এর মধ্যে প্রধান আসামি সবুজ শিকদারের বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

এ দিকে, নিহতের বড় ভাই হাফিজুর অভিযোগ করেন- মামলার অভিযুক্ত শ্রমিক লীগ নেতা সবুজ শিকদারের লোকজন তাদের মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!