নারায়ণগঞ্জশনিবার , ২ নভেম্বর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

নারায়ণগঞ্জ-এ বিশ্ব হসপিস্ ও প্যালিয়েটিভ কেয়ার দিবস

Alokito Narayanganj24
নভেম্বর ২, ২০১৯ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ:বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর ) ‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পের পক্ষ হতে বিশ্ব হসপিস্ ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উদযাপন করা হয়। এবারের প্রতিপাদ্য বিষয়- আমারা যত্ন, আমার অধিকার। অনুষ্ঠানের সতস্ফূর্ত ভাবে উপস্থিত ছিলেন রোগী, সেবাদানকারী, স্বেচ্ছাসেবক, এম্বাসেডরদের মোট ৮০ জন।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিেেসব উপস্থিত ছিলেন ডা: মো: নূরুল ইসলাম, পরিচালক- ইসলাম হার্ট সেন্টার।

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- কৃষ্ণ রায় (কো-অর্ডিনেটর, মমতাময় কড়াইল) প্যালিয়েটিভ কেয়ার।

প্যালিয়েটিভ কেয়ার সহকারি ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আরো ছিল তিনটি খেলা যেখানে সবাই অংশগ্রহন করে এবং পরবর্তীতে বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

স্কুল প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্য থেকে যারা অ্যাম্বাসিডর হিসাবে কাজ করেন তারা অংশগ্রহণ করেন এবং সার্টিফিকেট গ্রহণ করেন।

প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক প্রশিক্ষণ প্রাপ্ত ৮ টি ব্যাচে মোট স্বেচ্ছাসেককের সংখ্যা ১৭৭ জন।

স্বেচ্ছাসেবকদের তিন দিন ব্যাপি প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবকগণ প্যালিয়েটিভ কেয়ারের সাথে সক্রিয়ভাবে বিভিন্ন কাজে জড়িত তন্মধ্যে ১৪৬ জন রোগীর বাসায় গিয়ে রোগীর সেবা প্রদান, শয্যাশায়ী রোগীর পরিচর্যা করা, রোগী খোঁজা, শিক্ষাপ্রতিষ্ঠানে প্যালিয়েটিভ কেয়ার ‘জানবো জানবো’ অনুষ্ঠান পরিচালনায় সহায়তা প্রদান ইত্যাদি উল্লেখযোগ্য ।

মো: আবু সায়েম ও আরো অনেকে প্যালিয়েটিভ প্রোগ্রাম ব্যবস্থাপনা ও সাংগঠনিক কাজে সহযোগিতা করেন । প্যালিয়েটিভ কেয়ার সংবাদ পত্রিকায় প্রকাশনার কাজে সহায়তা করেন ২য় ব্যাচের স্বেচ্ছাসেবক খাদিজা আক্তার ভাবনা, ৬ষ্ঠ ব্যাচর স্বেচ্ছাসেবক মো: নাহিদ ও ৬ষ্ঠ ব্যাচের স্বেচ্ছাসেবক মনিকা আক্তার । প্যালিয়েটিভ কেয়ার হতদ্ররিদ্র রোগীদের ফুড প্যাক প্রদানের কাজে সহায়তা করে স্বেচ্ছাসবক মো: সামসুদ্দোহা সাগর । সার্বিকভাবে সহযোগিতায় করে থাকেন স্বেচ্ছাসেবক হুমায়ন আহমেদ ও অন্যান্য স্বেচ্ছাসেবক।

অনেক স্বেচ্ছাসেবকগণ বিষেশভাবে রোগীদের সেবায় নিয়োজিত থেকে নিজেকে গর্বিত মনে করেন এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে প্যালিয়েটিভ কেয়ার স্থাপনের আশা প্রকাশ করেন।

বিশ্ব হসপিস্ ও প্যালিয়েটিভ কেয়ার দিবস উদযাপন করতে আরও সহায়তা করেন- ডা. নাদিয়া ফারহিন, মো. জুলহাস উদ্দিন (প্রজেক্ট ম্যানাজার), মো: সাইফুল হক সাইফ (প্রজেক্ট কো-অর্ডিনেটর), মো: শফিকুজ্জামান সৈকত (রিসার্চ অ্যাসিস্ট্যান্ট), আরিফা আনজুম (স্টাফ নার্স), মো: কামরুল ইসলাম (এ্যাকাউন্টেন), মো: আনিসুর রহমান (অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট) ও প্যালিয়েটিভ কেয়ার সহকারি আরিফা আক্তার, বৃষ্টি রানী, লামিয়া আক্তার, লিজা আক্তার, মেহেদুল হাসান, মৌসুমি আক্তার, মুুনিয়া আক্তার, নাদিয়া সুলতানা, সুরাইয়া আহমেদ ।

‘মমতাময় নারায়ণগঞ্জ’ প্রকল্পটি, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন , ওয়ার্ল্ড ওয়াইড হসপিস এন্ড প্যালিয়েটিভ কেয়ার এলায়েন্স, ইউকে এইড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ–এর যৌথ সহায়তায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় নিরাময় অযোগ্য জীবন সীমিত রোগে আক্রান্ত রোগীদের যন্ত্রণা ও ভোগান্তি লাঘবে পরিচালিত হচ্ছে।

পৃথিবীতে বর্তমানে নিরাময় অযোগ্য রোগ বিস্তার লাভ করেছে, এ ধরনের নিরাময় অযোগ্য রোগে আক্রান্ত মানুষ ও তাদের পরিবারে সেবা সর্ম্পকে বিজ্ঞান সম্মত সার্বিক সেবার নামই প্যালিয়েটিভ কেয়ার। নির্দিষ্ঠভাবে রোগ নিরাময়ের কোন চিকিৎসা না থাকলেও কষ্ট বা ভোগান্তি কমানোর অনেক উপায় আছে। এইসব রোগীর কষ্ট বা ভোগান্তি কমিয়ে রোগী ও তার পরিবারে জীবনের মান বাড়ানোর উদ্দেশ্যে নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনে ২০১৮ থেকে ‘মমতাময় নারায়ণগঞ্জ’ কাজ করে যাচ্ছে।

ঠিকানা: মমতাময় নারায়ণগঞ্জ, ২২৮/৩ আলী আহমদ চুনকা রোড, পশ্চিম দেওভোগ (কৃষ্ণচূড়া মোড়, নগর স্বাস্থ্য কেন্দ্র-৩, নিচ তলা), ওয়ার্ড নং-১৬, নারায়াণগঞ্জ সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ।

মোবাইল নাম্বার: ০১৬৪৫৭৬৮১০৬, ০১৬৪৫৭৬৮১০৯।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!