নারায়ণগঞ্জমঙ্গলবার , ১৯ জুলাই ২০২২
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

নারায়ণগঞ্জ কখন-কোথায় বিদ্যুৎ থাকবে না?

Alokito Narayanganj24
জুলাই ১৯, ২০২২ ১২:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত  নারায়ণগঞ্জ :সরকারের নির্দেশনা অনুযায়ী ঢাকার দুই বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকো মঙ্গলবারের (১৯ জুলাই) সম্ভাব্য লোডশেডিংয়ের তালিকা তৈরি করেছে। সে অনুযায়ী কাল থেকে এক সপ্তাহ প্রতিদিনই এই তালিকা তাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

ডিপিডিসি নারায়ণগঞ্জ কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী লোডশেডিংয়ের সময়সূচী নিন্মরূপ।

নারায়ণগঞ্জ পশ্চিমাঞ্চল

সিদ্ধিরগঞ্জের মৌচাক ও শিমরাইল এলাকায় সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা এবং রাত ১২টা হতে ১টা;

শুকরসী রোড এলাকায় রাত ১টা হতে ২টা এবং রাত ৮টা হতে রাত ৯টা;

সারুলিয়ায় রাত ২টা হতে ৩টা এবং রাত ৯টা হতে রাত ১০টা;

সাইনবোর্ড ও সানারপাড় এলাকায় রাত ৩টা হতে ৪টা এবং রাত ১০টা হতে রাত ১১টা;

ভূমিপল্লী ও মাজার এলাকায় ভোর ৪টা হতে ৫টা এবং রাত ১১টা হতে রাত ১২টা;

এসএসটি বেভারেজ এলাকায় ভোর ৫টা হতে ৬টা;

মালটি ওয়েল, আল আকসা ও প্রগতি স্টিল এলাকায় ভোর ৬টা হতে সকাল ৭টা;

মিজমিজি ও কালু হাজী এলাকায় সকাল ৭টা হতে ৮টা;

মিজমিজি বাতনপাড়া এলাকায় সকাল ৮টা হতে সকাল ৯টা;

সিআইখোলা ও কদমতলী এলাকায় সকাল ৯টা হতে সকাল ১০টা;

ভূঁইয়াপাড়া এলাকায় সকাল ১০টা হতে ১১টা;

ইপিজেড ও সাইলো এলাকায় সকাল ১১টা হতে দুপুর ১২টা;

আঁটি এলাকায় দুপুর ১২টা হতে দুপুর ১টা;

হিরাঝিল বাতানপাড়া এলাকায় দুপুর ১টা হতে দুপুর ২টা;

অ্যাপোলো এলাকায় দুপুর ২টা হতে বিকেল ৩টা;

আদমজী ইপিজেড এলাকায় দুপুর ৩টা হতে বিকেল ৪টা;

কদমতলী এলাকায় বিকেল ৪টা হতে বিকেল ৫টা;

তাতখানা রোড, গোদনাইল ও কদমতলী এলাকায় বিকেল ৫টা হতে বিকেল ৬টা;

জুলফিকার স্টিল ও ভূঁইয়াপাড়া এলাকায় বিকেল ৬টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

ফতুল্লা ডিপিডিসি

সকাল ১০টা হতে সকাল ১১টা : দাপা ও শৈলকুড়া।

সকাল ১১টা হতে দুপুর ১২টা : কাঠেরপুল ও সস্তাপুর।

দুপুর ১২টা হতে দুপুর ১টা : কোতালেরবাগ, লালপুর পৌষা পুকুরপাড়।

দুপুর ১টা হতে দুপুর ২টা : সস্তাপুর ও উপজেলা পরিষদ।

দুপুর ২টা হতে বিকেল ৩টা : শেহারচর ও লাল খা।

দুপুর ৩টা হতে বিকেল ৪টা : দাপা ও ইউনিয়ন পরিষদ।

বিকেল ৪টা হতে বিকেল ৫টা : নন্দলালপুর, পিলকুনি জোড়া মসজিদ, পোলপাড় ও দেলপাড়ার কিছু অংশ।

বিকেল ৫টা হতে বিকেল ৬টা : নয়ামাটি, কাঠেরপুল ও বৌবাজার।

বিকেল ৬টা হতে সন্ধ্যা ৭টা : পাগলা বাজার ও হিন্দু মন্দির।

সন্ধ্যা ৭টা হতে রাত ৮টা :অক্টো অফিস, মাসদাইর, সুগন্ধা হাউজিং, পাগলা বাজার ও রেললাইন।

রাত ৮টা হতে রাত ৯টা : রামারবাগ।

রাত ৯টা হতে রাত ১০টা : শিবু মার্কেট, লামাপাড়া, রামারবাগ ও স্টেডিয়াম।

 

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!