নারায়ণগঞ্জশুক্রবার , ২১ জানুয়ারি ২০২২
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

না.গঞ্জে ৫টি থানা ও ৫টি পৌরসভায় বিএনপির কমিটি অনুমোদন

Alokito Narayanganj24
জানুয়ারি ২১, ২০২২ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়নগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনে থাকা ৫টি থানা ও ৫টি পৌরসভায় বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিরউদ্দিন ও সদস্য সচিব মামুন মাহমুদ এ কমিটির অনুমোদন দেন।

শুক্রবার (২১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন মামুন মাহমুদ।

এর আগে, বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাতে কমিটির অনুমোদন দেওয়া হয়। ১০টি ইউনিটের আহ্বায়ক কমিটি ৩১ সদস্য বিশিষ্ট করা হয়েছে।

কমিটিতে রূপগঞ্জ থানায়- মাহফুজুর রহমান হুমায়ুনকে আহ্বায়ক, বাশির উদ্দিন বাচ্চুকে সদস্য সচিব, সোনারগাঁও থানায়- আজহারুল ইসলাম মান্নানকে আহ্বায়ক, মোশারফ হোসেনকে সদস্য সচিব, আড়াইহাজারে- ইউসুফ আলী মেম্বারকে আহ্বায়ক, জুয়েল আহমেদকে সদস্য সচিব,

সিদ্ধিরগঞ্জ থানায়- আব্দুল হাই রাজুকে আহ্বায়ক, শাহ আলম হীরাকে সদস্য সচিব, ফতুল্লায়- জাহিদ হাসান রোজেলকে আহ্বায়ক, শহিদুল ইসলাম টিটুকে সদস্য সচিব, সোনারগাঁও পৌরসভায়- শাহজাহান মেম্বারকে আহ্বায়ক, কমিশনার মোতালেব হোসেনকে সদস্য সচিব, কাঞ্চন পৌরসভায়- মজুবর রহমান ভুঁইয়াকে আহ্বায়ক, হামিদুল হক খানকে সদস্য সচিব, তারাব পৌরসভায়- নাসিরউদ্দিনকে (জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক) আহ্বায়ক, জাকির হোসেন রিপনকে সদস্য সচিব, গোপালদী পৌরসভায়- সামসুল হক মোল্লাকে আহ্বায়ক, মুশফিকুর রহমান মিলনকে সদস্য সচিব, আড়াইহাজার পৌরসভার- মো. রূপচান মিয়াকে আহ্বায়ক, সালাহউদ্দিন আহমেদ ডালিমকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

জেলার ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসিরউদ্দিন বলেন, আমরা দায়িত্ব পাওয়ার পর কেন্দ্রীয় নির্দেশে দ্রুততম সময়ে তিন দিনের মধ্যে কমিটি অনুমোদন করতে পেরেছি। এটা আমাদের সফলতা বলে আমি মনে করি।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!