নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ৩১ জানুয়ারি ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

‘পদ্মা পাড়ের উপাখ্যান’ আসছে একুশে গ্রন্থমেলায়

Alokito Narayanganj24
জানুয়ারি ৩১, ২০১৯ ৯:১৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা : অমর একুশে গ্রন্থমেলায় আসছে নারায়ণগঞ্জের তরুণ লেখক সাঈদ দেলোয়ার,র উপন্যাস ‘পদ্মা পারের উপাখ্যান’।পদ্মা বাংলাদেশের প্রধান নদীগুলোর মধ্যে অন্যতম। প্রতি বছর বর্ষায় এর ভয়াল রূপ দেখা যায়। কেবল নদীর পাড় নয় দুই পারের বিস্তীর্ণ অঞ্চল ভাঙনে ক্ষতিগ্রস্ত হতে দেখা যায় যা কমবেশি সবারই জানা। সেই কাহিনী উপজীব্য করে উপন্যাসটি লেখক তার হৃদয়ের মাধুরী দিয়ে সাজিয়েছেন। এই উপন্যাসে রয়েছে সামাজিক অবক্ষয় আর মানবিক মূল্যবোধের স্বতঃস্ফূর্ত বিচ্ছুরণ। একদিকে ক্ষমতার অপব্যবহারে একদল সম্পদ কুক্ষিগত করছে, দুর্বল শ্রেণির মানুষ হচ্ছে শোষিত কিন্তু তাদেরই মাঝ থেকে সত্যের আলোকবর্তিকা হাতে এগিয়ে আসে সাহসী কিছু মানুষ।

যারা শেষ অবধি সংগ্রাম করে জীবন যুদ্ধে জয় লাভ করে। তার জন্য অনেক ত্যাগ তীতিক্ষা আর ধৈর্যের পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে তাদেরকে। যদিও লেখক তার কাল্পনিকতা অবলম্বন করে সমস্ত বইটি উপস্থাপন করার চেষ্টা করেছেন। লেখকের কল্পনারস অনেকটাই বাস্তবতার সাথে সংযুক্ত রয়েছে। আমরা বাস্তবতায় একটু লক্ষ্য করলেই দেখতে পাচ্ছি সামাজিকতার কতটা অবক্ষয় ঘটেছে। আশ্রয়হীন মানুষের উপর সামাজিক ক্ষমতাবান লোকগুলো কি পরিমাণ নির্যাতন- নিপীড়ন চালাতে সক্ষম। পদ্মা পারের উপাখ্যান উপন্যাসটিতে রয়েছে তার-ই ধারাবহিকতায় খুন, ধর্ষণ আইন- আদালত ও ন্যায় বিচার ব্যবস্থা। লেখক তার কল্পনাকে বাস্তবতার সাথে কলমের ধারায় তুলে ধরতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। পাঠক বইটি পড়ে কেবল আত্মতৃপ্তি লাভ করবেন তাই নয় এই ঘটনা থেকে আমরা ভালো- মন্দের চুল-চেরা বিশ্লেষণ করে নৈতিকতার উত্তরণ ঘটাতে পারব।

পরবর্তী প্রজন্মের কাছে বইটি “সত্যের জয় সতত” হিসাবে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। লেখক এমন আরও সত্য উপস্থাপনের মাধ্যমে উপন্যাস লিখবেন সেই আশা থাকলো। পদ্মা পারের উপাখ্যান উপন্যাসটি পাঠকপ্রিয়তা পাবে এই কামনা করি। লেখক পরিচিতি সাঈদ দেলোয়ার, পিতা মৃত বাবুর আলী। মাতা সাজেদা বেগম। নারায়ণগঞ্জ সদর উপজেলার অন্তর্গত বক্তাবলী ইউনিয়নের গোপালনগর গ্রামে এক সম্ভ্রান্ত ,মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বাল্যকালেই তিনি তার বাবাকে হারান। বাল্যকাল থেকেই কবি ও কবিতার প্রতি তার বিশেষ অনুরাগ বাংলা একাডেমি আয়োজিত বই মেলায় এ পর্যন্ত পাঁচটি যৌথ কাব্যগ্রন্থে তার লেখা কবিতা প্রকাশিত হয়েছে। যথাক্রমে সবুজ আগুন, প্রাণের পড়শি, আঁধারে আলোর রেখা, প্রাণের পড়শি ২, ঘাসফুলের কাব্য।

এছাড়া ২০১৮ বাংলা একাডেমি বই মেলায় উপন্যাস ঐনীতা প্রকাশ হয় যা পাঠক প্রিয়তা লাভ করে। তিনি গ্রাম বাংলার মাটি ও মানুষ নিয়ে কবিতা লিখতে ভালবাসেন। এছাড়াও তার রচিত অনেক আধ্যাত্মিক কবিতা রয়েছে। সোশ্যাল মিডিয়ায় ঘাসফুল সাহিত্য আড্ডা নামে একটি সাহিত্য সংগঠন ও প্রতিষ্ঠা করেন। সাঈদ দেলোয়ার একজন উদার মনা মানুষ দেশপ্রেমিকও বটে। এলাকা দারিদ্রমুক্ত করার প্রচেষ্টায় পল্লী বাংলা সংসদ নামে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠিত করেছেন। বর্তমানে দৈনিক গণমাধ্যম পত্রিকার সিনিয়র সহ সম্পাদক ও প্রবাসে কর্মরত আছেন। এবারের বইমেলায় বইটি পাওয়া যাবে নব সাহিত্য প্রকাশনী স্টল নং ৩০৬ মুল্য ২০০ টাকা।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!