নারায়ণগঞ্জরবিবার , ২৮ মে ২০২৩
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ফতুল্লার স্টেডিয়াম সংস্কারে আড়াইশ কোটি টাকার বরাদ্দ

Alokito Narayanganj24
মে ২৮, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ:যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেছেন, আমাদের ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামটি দীর্ঘদিন পানির নিচে আছে। দীর্ঘ পাঁচ বছর ফিজিবিলিটি স্টাডি করে রিপোর্ট জমা দেওয়া হয়েছে।

আমরা আড়াইশ’ কোটি টাকা বরাদ্দ পেয়েছি। আশা করি খুব দ্রুতই স্টেডিয়াম উদ্ধারে কাজ শুরু হবে।

শনিবার (২৭ এপ্রিল) বঙ্গসাথী ক্লাবের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ইতোমধ্যে নারায়ণগঞ্জের চারটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের কাজ বরাদ্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর উপজেলায় জায়গার অভাবে আমরা স্টেডিয়াম করতে পারিনি। শেখ রাসেল মিনি স্টেডিয়ামের জন্য আরেকটি প্রজেক্ট নেওয়া হয়েছে। আশা করি তাও হবে।

তিনি আরও বলেন, উজ্জ্বল বলেছে ইন্টার স্কুল ফুটবল টুর্নামেন্ট একসময় ছিল। ফুটবল ফেডারেশন এ উদ্যোগ না নেওয়ায় আমরা সেটা চালাচ্ছি। গত বছরও এক লাখ চল্লিশ হাজার শিক্ষার্থী সেখানে অংশ নিয়েছে। আমরা জেলা-উপজেলা পর্যায়ে টিম করছি৷ তারপর জাতীয়, আন্তর্জাতিক।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত আইভি প্রমুখ।

জেলার বিশিষ্ট ক্রীড়া প্রতিষ্ঠান বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রথম খেলায় মাস্টার্স টুর্নামেন্টের ফাইনালে সোনালী অতীত ক্লাবকে ২-০ গোলের ব্যবধানে পরাজিত করে সোনালী সকাল সেবা সংঘ চ্যাম্পিয়ন হয়। পরের খেলায় অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টের ফাইনালে নির্ধারিত সময় শেষে টাইব্রেকারে গড়ায়। বঙ্গবীর সংসদকে ৭-৬ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মদনগঞ্জ ফুটবল একাডেমী।
 
জাতীয় ফুটবল দলের সাবেক বেশ কয়েকজন তারকা খেলোয়াড় টুর্নামেন্টে অংশ নিয়ে ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মাতিয়ে তোলেন। এ ছাড়া ৮০ ও ৯০ দশকের জাতীয় দলের তারকা খেলোয়াড়দের উপস্থিতিও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। কয়েক হাজার ক্রীড়ামোদী দর্শকসহ স্থানীয় এলাকাবাসী টান টান উত্তেজনাপূর্ণ এই দু’টি ফাইনাল খেলা উপভোগ করেন।
 
গত বছরের ৪ নভেম্বর শুরু হওয়া দুইটি টুর্নামেন্টের মধ্যে মাস্টার্স টুর্নামেন্টে ছয়টি দল ও অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে ১৬টি
দল অংশগ্রহণ করে। ফাইনাল খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিানা হায়াৎ আইভী।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!