নারায়ণগঞ্জরবিবার , ৯ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ফতুল্লায় আন্তঃজেলা গাড়ী চোর চক্রের ছয় সদস্য গ্রেফতার

Alokito Narayanganj24
মে ৯, ২০২১ ৭:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃ আন্তঃজেলা গাড়ী চোর চক্রের ছয় সদস্য কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।এ সময় তাদের নিকট থেকে একটি চোরাইকৃত মাইক্রোবাস ( ঢাকা- মেট্রো- চ-১৩-৬৫৭৫),দুটি ব্যাটারী চালিত অটোরিক্সা,একটি ব্যাটারী চালিত মিশুক ও একটি কাটা প্রাইভেট কারের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। শনিবার(৮ মে) রাতে ফতুল্লা থানা পুলিশ তাদের কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার দেলপাড়া কলেজ রোডের মোঃ হযরত আলীর পুত্র মামুন(৩০), নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার থানার কাদিরদা পশ্চিম পাড়ার মোঃ হান্নান তালুকদারের পুত্র ও ফতুল্লা থানার ইসদাইর বুড়ির দোকনের রাজু মহাজনের অটোরিক্সা গ্যারেজের মোঃ রাসেল তালুকদার(৩৫),ফতুল্লা থানার কায়েমপুরস্থ ফকিরা গার্মেন্টস সংলগ্ন শাহিন মিয়ার ভাড়াটিয়া রমজান মিয়ার পুত্র ইব্রাহিম,ফরিদপুর জেলার সদরপুর থানার চর রামনগরের মোঃ হাবিব মোল্লার পুত্র ও পূর্ব ইসদাইর বুড়ির দোকানের জজ মিয়ার ভাড়াটিয়া সম্রাট আকবর(২৬),ফতুল্লা থানার পূর্ব ইসদাইর বু্ড়ির দোকানের আসাদুজ্জামান মন্ডলের পুত্র রাজু আহম্মেদ(৪০) ও একই থানার কায়েমপুর পূর্বপাড়ার নুরুল ইসলামের পুত্র মোঃআরিফ হোসন(২৫)।

জানা যায়,শনিবার রাত সাড়ে ১২ টার দিকে ফতুল্লা থানার এস,আই ইমানুর ও এস,আই হুমায়ুন (টু) সঙ্গীয় ফোর্স সহ ফতুল্লা থানার পৌষাপুকুর পাড়স্থ টাগারপাড়,কায়েমপুর ফকিরা গার্মেন্টসের পিছনে বিলাশ নগর ও ইসদাইর বুড়ির দোকন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃ জেলা গাড়ি চোর চক্রের মামুন,রাসেল তালুকদার,ইব্রাহিম,সম্রাট আকবর,রাজু আহম্মেদ ও মোঃ আরিফ সহ ছয় জনকে গ্রেফতার করে।তাদের স্বীকারোক্তি মোতাবেক তাদের নিকট থেকে একই দিনে রাত ৮ টার দিকে কায়েমপুর ফকিরা গার্মেন্টস ১ নং গেইট সংলগ্ন ডাচ বাংলা বুথের সামনে থেকে চোরাইকৃত মাইক্রোবাস সহ দুটি অটোরিক্সা,একটি মিশুক ও একটি প্রাইভেট কারের কাটা অংশ- যন্ত্রাংশ উদ্ধার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার এস,আই ইমানুর জানান,নিয়মিত ডিউটি করাকালীন সময়ে তারা সংবাদ পান যে কায়েমপুর থেকে রাত ৯ টার দিকে একটি মাইক্রোবাস চুরি হয়েছে।রাত সাড়ে ১২ টার দিকে তাদের নিকট সংবাদ আসে যে ভূইঘর এলাকায় একটি মাইক্রোবাস কেনাবেচা হচ্ছে।সেখানে গিয়ে তারা ব্যর্থ হলেও একই সোর্সের মাধ্যমে তারা জানতে পারে যে গাড়ী চোর চক্রটি পুলিশ লাইনের বিপীরতে পৌষাপুকুর পাড়স্থ টাগারপাড় এলাকায় অবস্থান নিয়েছে।পরবর্তীতে তারা টাগারপাড় এলাকায় অভিযান চালিয়ে প্রথমে মামুন ও রাসেল কে আটক করে। পরে তাদের দেখানো মতে একটি ফাকাঁ মাঠ থেকে চোরাইকৃত মাইক্রোবাসটি উদ্ধার সহ ইব্রাহিম কে আটক করে।পরে ইব্রাহিমের দেখানো মতে কায়েমপুর ফকিরা গার্মেন্টেসের পেছনে বিলাশ নগর আরিফের গ্যারেজ থেকে ব্যাটারী চালিত দুটি অটোরিক্সা, একটি মিশুক ও একটি প্রাইভেট কারের কাটা বডি-যন্ত্রাংশ উদ্ধার করে।এ সময় আরিফ,রাজুও সম্রাট কে গ্রেফতার করে পুলিশ।

ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান,গ্রেফতারকৃতরা আন্তঃজেলা গাড়ী চোর চক্রের সক্রিয় সদস্য।শনিবার রাতে কায়েমপুর হতে চোরাই মাইক্রোবাস সহ তাদের হেফাজত থেকে দুটি অটোরিক্সা,একটি মিশুক ও একটি প্রাইভেট কার কাটা- যন্ত্রাংশ উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতরা সকলেই পেশাদার গাড়ী চোর চক্রের সদস্য।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!