নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ২৩ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ফতুল্লায় কাপ‌ড়ের রং দি‌য়ে আইস‌ক্রিম তৈ‌রি

Alokito Narayanganj24
সেপ্টেম্বর ২৩, ২০২১ ৮:২৪ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃ ফতুল্লায় ডাইংয়ের পানি ও কাপড়ের রঙ ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে একটি কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে অবৈধ ক্ষতিকারক কেমিক্যাল জব্দ ও বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার ভুইগড় এলাকায় জোহান আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা টি এম মাহবুবুল হাসান।

সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে ফতুল্লার ভুইগড় এলাকার জোহান আইসক্রিম কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই আইসক্রিম তৈরি করা হচ্ছিলো। ফুডগ্রেড রঙের পরিবর্তে বিভিন্ন প্রকার কাপড়ের রঙ ব্যবহার করছিলো তারা। সেই সঙ্গে অনুমোদনবিহীন বিভিন্ন ক্ষতিকারক ফ্লেভার ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ২৫ হাজার টাকা এবং ৪৩ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অবৈধ ক্ষতিকারক কেমিক্যাল জব্দ ও বিপুল পরিমাণ আইসক্রিম ধ্বংস করা হয়েছে।

তিনি আরও জানান, কারখানার মালিক স্বীকার করেছেন, তারা ডাইংয়ের পানিও ব্যবহার করেছে। ডাইংয়ের বিষাক্ত পানি দিয়ে তৈরি আইসক্রিম খেলে শিশুদের অনেক শারীরিক ক্ষতি হয়। তাদের আইসক্রিম তৈরির প্রক্রিয়া ভয়ঙ্কর। এই ধরনের কার্যক্রমের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযান অব্যাহত থাকবে।
নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!