নারায়ণগঞ্জশনিবার , ২ নভেম্বর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ফতুল্লায় গঙ্গাপূজা অনুষ্ঠিত

Alokito Narayanganj24
নভেম্বর ২, ২০১৯ ১২:১২ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ:ফতুল্লার লালপুর বটতলা মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে শুক্রবার ১ নভেম্বর কালীমন্দির প্রাঙ্গনে বার্ষিক শ্রীশ্রী গঙ্গাদেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে শতশত নর-নারী মন্দির প্রাঙ্গনে সমাবেত হয়ে মঙ্গল কামনায় প্রার্থনা জানিয়ে পুষ্পাঞ্জলী প্রদান করে।

লালপুর বটতলা মন্দির কমিটির সভাপতি নীল রতন দাস বলেন, বিগত ৪ বছর পূর্বে পঙ্কজ চক্রবর্তীর একমাত্র ছেলে দশম শ্রেণীর ছাত্র পল্লব চক্রবর্তী (১৫) দুর্গা প্রতিমা বিসর্জন দিতে এসে সলিল সমাধি হয়। তার স্মৃতিকে স্মরণ করে প্রতিবছর এখানে গঙ্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসছে।

তিনি আরো বলেন, এখানে স্থায়ী কোন ঘাট না থাকায় বটতলায় এই গঙ্গাপূজা করা হয়। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এখানে একটি স্থায়ী পাকাঘাট নির্মাণের দাবি জানিয়ে আসছে। এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানকেও অবগত করা হয়েছে। অবগত করা সত্ত্বেও জনকল্যাণার্থে এখানে পাকা ঘাটটি নির্মাণ করা হয়নি। তিনি এলাকাবাসীর পক্ষে এখানে একটি স্থায়ী পাকাঘাট নির্মাণের জোর দাবী জানান।

পূজা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও ফতুল্লা মডেল থানা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রণজিৎ মোদক ও ফতুল্লা মডেল থানা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন, লালপুর বটতলা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অর্জুন দাস, আদিত্য সরকার, সুমিত দাস, প্রদীপ দত্ত, সুমন ঘোষ, নন্দলাল বসাক, প্রদীপ কুমার সরকার, অখিল রায়, মিঠুন বসাক, রবিন ঘোষ, জয় মন্ডল প্রমুখ। পূজান্তে প্রদীপ ফলাদিসহ পূজারীরা দাপা (গরুর হাট) বুড়িগঙ্গা ঘাটে প্রদীপ ভাসিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় সমবেত হয়ে প্রার্থনা জানায়। প্রার্থনা মন্ত্র উচ্চারণ করেন স্বপন চক্রবর্তী।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!