নারায়ণগঞ্জমঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ফতুল্লায় ৪টি ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

Alokito Narayanganj24
ডিসেম্বর ৩, ২০১৯ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পরিবেশ দূষণের অভিযোগে ফতুল্লায় ৪টি ইটভাটা ভেঙ্গে দিয়েছে ভ্রাম্যমান আদালত। ইটভাটার ইট নষ্ট করে দেবার পাশাপাশি ওই ৪টি ভাটাকে ১৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।

ইট ভাটা গুলো হলো,  হাজী শাহাবুদ্দিনের ম্যানুফ্যাকচারার্স (এস.বি.এম), বোরহান হাজীর মের্সাস সাউথ আরবান(এসইউএ),  হাজী মনির উদ্দিনের মেসার্স সুপার ব্রিকস(এস.বি.এম),  ও  সামসুজ্জামানের পপুলার ব্রিকস ম্যানুফ্যাকচারার্স (পি.বি.এম)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ফতুল্লার দাপা শৈইল কুইড়া এলাকায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসের  নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। ওই টিমে ছিলেন-নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সাঈদ আনোয়ার, নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরিন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা সুলতানা নাসরিন জানান, ভ্রাম্যমান আদালত এস. ইউ. এ ব্রিকসকে ৫লক্ষ টাকা এস. বি. এম  ব্রিকসকে ৩ লক্ষ টাকা,পি.বি.এম ব্রিকসকে ৩ লক্ষ টাকা,এস.বি.এম ব্রিকসকে ৪লক্ষ টাকা ।   ছাড়পত্র না থাকায়, পরিবেশ দূষণ করার পাশাপাশি উচ্চ আদালতের আদেশ অমান্য করায় মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। সেই সাথে ইটাভাটাগুলোর ইট নষ্ট করে ভাটাগুলো বন্ধ করে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!