নারায়ণগঞ্জসোমবার , ২ ডিসেম্বর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ফতুল্লায় ৪টি ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা ও বন্ধ ঘোষনা

Alokito Narayanganj24
ডিসেম্বর ২, ২০১৯ ৬:১১ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ :ফতুল্লায় হাইকোর্টের নির্দেশ অমান্য করে ইটভাটা স্থাপন,কার্যক্রম পরিচালনা ও পরিবেশ দূষণের অভিযোগে ৪টি ইটভাটাকে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে  ৪টি ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা করে আদালত।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ফতুল্লার পাগলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ এবং মেহেদী হাসান ফারুকে নেতৃত্বে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর নারায়ণগঞ্জের উপ পরিচালক মোঃ সাঈদ আনোয়ার ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বন্ধ হওয়া এবং জরিমানা হওয়া ইটভাটাগুলো হলো- আব্দুল্লাহ্ ব্রিকস সাপ্লাইয়ার ১, আব্দুল্লাহ্ ব্রিকস সাপ্লাইয়ার ২, এ এম টি ব্রিকস ফতুল্লা ও এমবিসি ব্রিকস। অভিযানে  পাগলার ধুপখোলা এলাকায় ২ টি ইটের ভাটায় অনুমোদন ছাড়া ভাটা স্থাপন করায়, আবাসিক এলাকা দূষণ করায়, লাইসেন্স না থাকায়, ইট পোড়ানোর জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করায় এবং ইটের ভাটায় ৫০শতাংশ ফাপা ইট প্রস্তুত না করায় সর্বমোট ৯ লাখ টাকা জরিমানা করা হয় এবং ইটের ভাটার স্থাপনা ভেঙ্গে ফেলে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

নারায়ণগঞ্জ জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান মারুফ জানান, পরিবেশের ছাড়পত্র না থাকা, পরিবেশ দূষণ করার পাশাপাশি আদালতের আদেশ অমান্য  করে ভাটা স্থাপন ও কার্যক্রম পরিচালনা করে তাদেরকে জরিমানা করা হয়েছে এবং ইটভাটা বিনষ্ট করে এর কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যহত থাকবে

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!