নারায়ণগঞ্জসোমবার , ১৪ অক্টোবর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

বন্দরে কারেন্টজাল ও ৩০ কেজী মা ইলিশ উদ্ধার

Alokito Narayanganj24
অক্টোবর ১৪, ২০১৯ ১:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ:বন্দরে ৩ নদীর মহনায় অভিযান চালিয়ে বিপুল পরিমান কারেন্টজাল ও ৩০ কেজী মা ইলিশ উদ্ধার করেছে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি কলাগাছিয়া নৌ ফাঁড়ি পুলিশ।  শনিবার(১২ অক্টোবর) সন্ধ্যায় মেঘনা নদী থেকে উক্ত কারেন্টজালসহ মা ইলিশ জব্দ করা হয়।

জানা গেছে, কলাগাছিয়া নৌ ফাঁড়ি ইন্সপেক্টর মোস্তাফিজসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে বন্দরে ৩ নদীর মহনায় মেঘনা নদীতে অভিযান চালায়। অভিযানের সময় জেলেরা পুলিশের উপস্থিতি টের পেয়ে  ট্রলার যোগে পালিয়ে যায়। পরে নৌ- পুলিশ মেঘনা নদী থেকে ১ লাখ ২০ হাজার বর্গ মিটার কারেন্টজাল ও ৩০ কেজী মা ইলিশ জব্দ করে।

রোববার দুপুরে নৌ পুলিশ জব্দকৃত কারেন্টজাল ও ইলিশ মাছ উপজেলা পরিষদে নিয়ে গেলে ওই সময় উপজেলা সহকারি (ভূমি) কমিশনার আফিফা খান, মৎস কর্মকর্তা জিয়াসমিন এবং কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেকের উপস্থিতে উপজেলা প্রাঙ্গনে জব্দকৃত কারেন্টজাল আগুনে পুড়ে ধ্বংশ করা হয়। সে সাথে জব্দকৃত ৩০ কেজী ইলিশ মাছের মধ্যে কলাগাছিয়া নিংশ এলাকাস্থ নূরানী তালিমুল কোরআন মাদ্রাসায় ২০ কেজী ও মদনগঞ্জ দারস সুন্নত মহিলা মাদ্রাসায় ১০ কেজী ইলিশ মাছ বিতরণ করা হয়।

এ ব্যাপারে নৌ পুলিশ কর্মকর্তা মোঃ শরিফ হোসেন সাংবাদিকদের জানান, জব্দকৃত কারেন্টজালের মূল্য হলো ১২ লাখ টাকা এবং জব্দকৃত ৩০ কেজী মা ইলিশ মূল্য ১৫ হাজার টাকা।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!