নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

বাংলাদেশে করোনার নতুন ধরন শনাক্ত

Alokito Narayanganj24
ডিসেম্বর ২৪, ২০২০ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃ বাংলাদেশে করোনা ভাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। এর সাথে মিল রয়েছে যুক্তরাজ্যের নতুন করোনার ধরনটির; জানিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, বিসিএসআইআর।

করোনা ভাইরাসের ৫টি জিনোম সিকোয়েন্স করে প্রতিষ্ঠানটি। যার সাথে কিছুটা মিল রয়েছে যুক্তরাজ্যে পাওয়া নতুন ধরনের করোনার। ভাইরাসের নতুন এ ধরনটি নিয়ে কাজ চলছে বলেও জানানো হয়েছে।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, “করোনাভাইরাসের নতুন ধরণ নিয়ে গবেষণা এখনও পুরোপুরি শেষ হয়নি। তবে অক্টোবরের নমুনা গবেষণা করে নভেম্বরে যে ফল পাওয়া গেছে যুক্তরাজ্যের নতুন ধরনের সঙ্গে তার কিছুটা মিল রয়েছে।

তিনি আরো বলেন, ” নতুন নমুনা নিয়ে কাজ চলছে, গবেষণা শেষ হলেই বিস্তারিত ফলাফল জানানো হবে।”

রূপ বদলানো, অসীম সংক্রমণ ক্ষমতার অধিকারী করোনার নতুন সংস্করণ নিয়ে শংকিত পুরো বিশ্ব। যুক্তরাজ্যে নতুন করোনাভাইরাস নিয়ে শঙ্কা এখন পুরো দুনিয়ায়। বিশেষ করে শিশুরাও নতুন ধরণের এই ভাইরাসের শিকার হতে পারে এমনটাই ধারণা চিকিৎসাবিজ্ঞানীদের।

যদিও ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো করোনার নতুন ধরনের বিরুদ্ধে তাদের তৈরি টিকার কার্যকারিতা পরীক্ষায় তৎপর হয়ে উঠেছে।

নতুন ধরণের করোনাভাইরাসের আতঙ্কের মধ্যেই যুক্তরাজ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড ৩৬ হাজার ছাড়িয়েছে। সংক্রমণ ছড়ানোর ১২টি এলাকাকে চিহ্নিত করেছেন দেশটির বিজ্ঞানীরা। বিষয়টি নিয়ে যুক্তরাজ্যের পার্শ্ববর্তী ইউরোপের অন্যদেশগুলোতে আতঙ্ক বিরাজ করছে।

বিজ্ঞানীরা বলছে, অন্যান্য ধরণের চেয়ে ৭০ শতাংশ বেশি দ্রুত সংক্রমণশীল রূপান্তরিত এই ভাইরাস শিশুদের অনেক সহজে আক্রান্ত করতে পারে।

তবে, করোনাভাইরাসের এ নতুন ধরণ প্রতিরোধেও নিজেদের তৈরি ভ্যাকসিন কার্যকর বলে দাবি করেছে মডার্না, অক্সফোর্ড, ফাইজার-বায়োএনটেক।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!