নারায়ণগঞ্জশুক্রবার , ২৬ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

বিশ্বে ৬৪ লাখ ৭৮ হাজার প্রাণ নিল করোনা

Alokito Narayanganj24
আগস্ট ২৬, ২০২২ ১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

আন্তর্জাতিক ডেস্কঃ চলমান মহামারি করোনা ভাইরাসের ভয়াল থাবায় বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা ক্রমে বৃদ্ধি পাচ্ছে। একই সঙ্গে আগের দিনের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে প্রাণঘাতী ভাইরাসে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গেল ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন সাড়ে ১৮শ মানুষ। নির্ধারিত এই সময়ের মধ্যে রোগটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা প্রায় ৭ লাখে পৌঁছেছে।

এ দিকে গত এক দিনে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটল পূর্ব এশিয়ার দেশ জাপানে। অপর দিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরই মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। আর প্রাণ হারানোদের তালিকায় এরপরই রয়েছে যথাক্রমে- জাপান, ব্রাজিল, ইতালি, হাঙ্গেরি, রাশিয়া এবং মেক্সিকো। এতে বিশ্বব্যাপী রোগটিতে আক্রান্তের সংখ্যা ৬০ কোটি ৩০ লাখের ঘর ছাড়িয়েছে। অপর দিকে মৃতের সংখ্যাও এরই মধ্যে ৬৪ লাখ ৭৮ হাজারে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ১০টা পর্যন্ত করোনা ভাইরাসে মৃত্যু, আক্রান্ত ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডো মিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় সারা বিশ্বে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন এক হাজার ৮৫০ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় দুইশ বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৪ লাখ ৭৮ হাজার ৬৯৫ জনে পৌঁছে গেছে।

নির্ধারিত এই সময়ের মধ্যে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ছয় লাখ ৮৬ হাজার ৩৮৯ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন সংক্রমিত রোগীর সংখ্যা ৪০ হাজারের অধিক বেড়েছে। এতে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে ভাইরাসটিতে এ পর্যন্ত মোট রোগীর আক্রান্ত সংখ্যা বেড়ে ৬০ কোটি ৩০ লাখ ৪৩ হাজার ৯৭ জনে দাঁড়িয়েছে।

এ দিকে গেল এক দিনে বিশ্বব্যাপী করোনার থাবায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। একই সময়ে পূর্ব এশিয়ার দেশটিতে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক লাখ ৯৪ হাজার ২২৩ জন। আর মারা গেছেন ৩১৭ জন। করোনা মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৭৫ লাখ ১৯ হাজার ২৪৮ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৩৭ হাজার ৫৯৪ জনের।

অপর দিকে দৈনিক প্রাণহানির তালিকায় এরই মধ্যে শীর্ষস্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের নাম। গেল ঘণ্টায় মার্কিন ভূখণ্ডে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৮০ হাজার ৪৫৮ জন। আর মারা গেছেন ৩৫৬ জন। করোনা মহামারির ভয়াল থাবায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এ পর্যন্ত নয় কোটি ৫৭ লাখ ৩৩ হাজার ১০ জন রোগটিতে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। এদের মধ্যে ১০ লাখ ৬৭ হাজার ৫৩৬ জন মারা গেছেন। একই সময়ে দক্ষিণ কোরিয়ায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন এক লাখ ৩৯ হাজার ১৬৫ জন। এছাড়া মৃত্যু হয়েছে ৬৩ জনের।

করোনায় আক্রান্তের দিক থেকে চতুর্থ ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। শেষ এক দিনে দেশটিতে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৯০ জন। আর নতুন করে রোগটিতে সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ২৭৭ জন। অন্য দিকে মহামারির তাণ্ডব শুরুর পর থেকে দেশটিতে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা তিন কোটি ৪৩ লাখ ২৯ হাজার ৬০০ জন। এছাড়া মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৩ হাজার ১৩১ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বর মাসে এশিয়ার পরাশক্তি চীনের উহানে প্রথম করোনা ভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!