নারায়ণগঞ্জশনিবার , ৫ অক্টোবর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কাজ-এসপি

Alokito Narayanganj24
অক্টোবর ৫, ২০১৯ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ:শারদীয় দুর্গা পূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে গরীব দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (৫ অক্টোবর) নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. হারুন অর রশীদ।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুভাষ সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আবদুল্লাহ আল মামুন, নুরে আলম, জেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দিপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পুজা উদযাপন কমিটির সভাপতি অরুন দাস সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার হারুন অর রশিদ বলেছেন, ধর্মের নাম ব্যবহার করে কেউ অরাজকতা করবেন তা মেনে নেয়া হবে না। সেই সাথে মসজিদে মন্দিরে গির্জায় হামলা করবেন তা করতে দেয়া হবে না। মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের কাজ। সেই লক্ষে আমাদের পুলিশ প্রশাসন কাজ করে যাচ্ছেন।

সকলের উদ্দেশ্যে এসপি হারুন আরো বলেন, আপনাদের ভয় পাওয়ার কোন কারন নেই। আপনারা যদি মনে করেন কেউ আপনার জায়গা দখল করে নিচ্ছে, এমনকি আপনার মন্দিরের জায়গা দখল করার চেষ্টা করে তাহলে আপনি সরাসরি আমাকে জানাবেন। একই সাথে আপনার এলাকায় কেউ যদি মাদক ব্যবসা করে আপনারা স্বচ্ছন্দে আমাদের জানাবেন। আজকে একদিকে সরকারের উন্নয়ন অপরদিকে মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন বেড়েছে। তেমনি ভাবে বিভিন্ন এলাকার রাস্তা ঘাটের উন্নয়ন হয়েছে।

পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, দায়িত্ব তখনি ভালো লাগবে যখন আপনি তা উপভোগ করবেন। সকলে আনন্দ ঘন পরিবেশে দায়িত্ব পালন করবেন। পাশা পাশি আমি পুজা উদযাপন কমিটির নেতাদের বলবো আপনারা পর্যাপ্ত পরিমান ভলান্টিয়ার নিয়োগ করবেন। সেই সাথে সিসি ক্যামেরা বসাবেন। আমরা চেষ্টা করবো প্রত্যেকটি পুজা মন্ডপ পরিদর্শন করার জন্য।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!