নারায়ণগঞ্জরবিবার , ১৫ সেপ্টেম্বর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

যারা এলাকায় চাঁদাবাজি-সন্ত্রাসী করে, এদের  নাম চাই-এসপি হারুন

Alokito Narayanganj24
সেপ্টেম্বর ১৫, ২০১৯ ১২:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ: এবার নির্ভয়ে কথা বলার সুযোগ এসেছে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হারুন রশীদ। তিনি বলেন, ‘আপনাদের মাঝে অনেক চাপা কষ্ট আছে, আমি জানি। অনেক ভূমিদস্যু ও চাঁদাবাজদের বিরুদ্ধে কিছু বলতে পারেন না। সন্ত্রাস, চাঁদাবাজ ও ভূমিদস্যুদের দিন শেষ। আাপনাদের কাছে এসেছি, সেসব ভূমিদস্যুদের নাম জানতে, যারা আপনাদের ভূমি দখল করে রেখেছে, যারা এলাকায় চাঁদাবাজি-সন্ত্রাসী করে; এদের  নাম চাই। জেলা পুলিশ আপনাদের পরিচয় গোপন রাখবে।

শনিবার (১৪ সেপ্টেম্বর) সকালে ওপেন হাউজ ডের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফতুল্লার বক্তাবলী ইউনিয়নে কানাইনগর সোবাহানীয়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে ফতুল্লা মডেল থানা এই আয়োজন করে।

পুলিশ সুপার বলেন, ‘আমরা জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে চাই। আইনে আপনাদের ক্ষমতা দেওয়া আছে। আপনারা  অপরাধ হতে দেখলে তা নিবারণ করবেন এবং দুষ্কৃতিকারীকে আটক করে পুলিশে সোপর্দ করবেন। আমরা ওয়ার্ডের চৌকিদারের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাই, নেতাদের সঙ্গে সংযোগ স্থাপন করতে চাই, যাতে সমাজের সব তথ্য পুলিশের কাছে চলে আসে। স্কুল-কলেজে মেয়েদের বিভিন্ন সময়ে ইভটিজিং করা হয। আমরা ওই সব ইভটিজারদের নাম চাই, তাদেরকে আমরা শক্ত হাতে দমন করবো। আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।’

এসপি বলেন, ‘কারা মাদক ব্যবসা, সন্ত্রাসী, চাঁদাবাজি করে সেটা আপনারা জানেন৷ সে হয়তো কোনও চেয়ারম্যান, মেম্বার কিংবা কোনও মুরুব্বির ছেলে হতে পারে৷ আপনারা সাহস পাচ্ছেন না, ভয় পাচ্ছেন। আপনারা সে ভয়টি পাবেন না। আমাদের তথ্য দিন। কাউকে ছাড় দেওয়া হয়নি। অন্যায় কাজ করলে কাউকে ছাড় দেওয়া হবেও না। আলীরটেকে একটা পুলিশ ফাঁড়ির প্রয়োজন। আমরা পুলিশ হেডকোয়ার্টার্সে এ বিষয়ে প্রস্তাব রাখবো।’

ফতুল্লা থানার ওসি আসলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, মেহেদী ইমরান সিদ্দিকী, সালেহ উদ্দিন আহমেদ ও বক্তাবলী ইউপি চেয়ারম্যান শওকত আলী।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!