নারায়ণগঞ্জবুধবার , ৪ ডিসেম্বর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

 রূপগঞ্জে মাদক বিরোধী অভিযান গ্রেপ্তার-১৩

Alokito Narayanganj24
ডিসেম্বর ৪, ২০১৯ ২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : রূপগঞ্জ চনপাড়া বস্তিতে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি অভিযানে ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় আটককৃত মাদক ব্যবসায়ীদের নিকট থেকে ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, মাদক সেবনের সরঞ্জামসহ মাদক বিক্রির ৪৫ হাজার ৭’শ ৩০ টাকা জব্দ করা হয়।আটককৃতরা হলো- মনোয়ারা (৩৫), ময়না (৪৫), জহিরুল ইসলাম (২৫), পিন্টু (২৬), সীমা (২০), রুনা (৩৫), আদর (২০), আকাশ (২০), মাসুম (২০), মামুন (৩৩), হৃদয় (২০), লুৎফা (৩০), ঋতু (৩০)।মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামছুল আলম স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শামছুল আলম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক এ এফ এম মাসুম রাব্বানীর তত্ত্ববধানে ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক ফজলুর রহমানের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা করা হয়।এছাড়া, নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারাওয়াত মেহজাবীন, তরিকুল ইসলাম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অরবিন্দ বিশ্বারসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগের ১১০ জন, জেলা পুলিশের ৮৬ জন, র‌্যাবের ৩২ জন ও জেলা আনসার ভিডিপির ২০ জনসহ মোট ৩০০ জন্য প্রশাসনের সদস্য এই অভিযানে অংশগ্রহন করে।এবং আটককৃত আসামীদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!