নারায়ণগঞ্জবুধবার , ২৩ নভেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

রূপগঞ্জ ছাত্রদলের সদস্য সচিব কারাগারে

Alokito Narayanganj24
নভেম্বর ২৩, ২০২২ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

রূপগঞ্জে ছাত্রদল নেতাকর্মীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় দায়ের মামলায় রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাসুম বিল্লাহর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ নভেম্বর) নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন জানানো হয়।

পরবর্তীতে রিমান্ড শুনানির দিন ধার্য করে ছাত্রদল নেতা মাসুম বিল্লাহকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এছাড়াও সন্ত্রাস দমন আইনের আরেক মামলায় আসামি করা হয় মাসুম বিল্লাহকে।

বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।

মামলার তদন্তের স্বার্থে ও আসামির কাছ থেকে আগ্নেয়াস্ত্রসহ বিস্ফোরক দ্রব্যাদি উদ্ধারের লক্ষ্যে অভিযান পরিচালনা করতে আসামিকে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

অভিযোগপত্রে জানানো হয়, গত ১৮ আগস্ট রূপগঞ্জের দাউদপুর ইউনিয়নের বটতলা এলাকায় ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা হামলা চালান। তারা পিস্তল, ককটেল, রামদাসহ মিছিল নিয়ে এসে ছাত্রলীগ নেতাকর্মীদের মারধর করেন। এ ঘটনায় সোহেল মিয়া (২৯), আরমান (৫০), বাচ্চু মিয়া (৪৮), জাকারিয়া (২৯) গুরুতর আহত হন।

মঙ্গলবার (২২ নভেম্বর) ছাত্রদল নেতা মাসুম বিল্লাহকে রূপগঞ্জের নিজ বাসা থেকে গ্রেফতার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!