নারায়ণগঞ্জরবিবার , ৩ এপ্রিল ২০২২
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সিদ্ধিরগঞ্জে অ্যাসিড নিক্ষেপের ৮ দিন পর স্ত্রীর মৃত্যু

Alokito Narayanganj24
এপ্রিল ৩, ২০২২ ১০:৩১ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ:সিদ্ধিরগঞ্জে নেশা করার জন্য টাকা না পেয়ে স্ত্রী রোজিনা আক্তারকে (৩৭) অ্যাসিডে ঝলসে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামী জহিরুল ইসলামের বিরুদ্ধে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় রোজিনাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। আট দিন চিকিৎসা নেওয়ার পর রবিবার (৩ এপ্রিল) সকালে সেখানে তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত জামিল। তিনি  বলেন, ‘গত ২৭ মার্চ রাতে মিজমিজি পাইনাদী এলাকায় তার স্বামী অ্যাসিড নিক্ষেপ করলে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার পরের দিন সন্ধ্যায় ভুক্তভোগীর বাবা আব্দুস সামাদ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।’

নিহতের ভাই রানা বলেন, ‘আমার দুলাভাই জহিরুল ২৭ মার্চ রাতে নেশা করার জন্য বোনের কাছে টাকা চায়। টাকা না পেয়ে ক্ষুব্ধ হয়ে আমার বোনের শরীরে অ্যাসিড নিক্ষেপ করে এবং কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। আমার বোন আট দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে আজ  সকালে মারা যান। আমি বোনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়েরের ৪৮ ঘণ্টার মধ্যে আমরা অভিযুক্ত আসামি জহিরুল ইসলামকে (৪৭) গ্রেফতার করি। গ্রেফতারের পরদিনই তাকে আদালতে পাঠানো হয়।’

তিনি আরও বলেন, ‘স্ত্রীর গায়ে অ্যাসিড নিক্ষেপের সময় অভিযুক্ত আসামিও আহত হন। সেজন্য আদালত তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়ার নির্দেশ দেন। আসামি এখন পুলিশ পাহারায় সেখানে ভর্তি আছেন।’

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!