নারায়ণগঞ্জবুধবার , ২২ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ৭৬৫ বোতল ফেনসিডিলসহ আটক ১

Alokito Narayanganj24
মার্চ ২২, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ
Link Copied!

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে ৭৬৫ বোতল ফেনসিডিলসহ মাদককারবারি চক্রের হোতা মো. ফয়সাল বেপারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২২ মার্চ) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক ও দুটি মোবাইল ফোন এবং নগদ এক হাজার ৮৩০ টাকা জব্দ করা হয়।

বিকেলে র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ  বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ফয়সাল তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন। তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের চালান নিয়ে এসে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি ও সরবরাহ করে আসছিলেন।

মূলত ফয়সাল পণ্যবাহী ট্রাক চালিয়ে জীবিকা নির্বাহ করার ছলে ট্রাকে করে পণ্যের আড়ালে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকের চালান দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।

আটক ফয়সালের নামে নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় একটি মাদক মামলা রয়েছে। ওই মামলায় তিনি বর্তমানে জামিনে রয়েছেন। এছাড়াও ফয়সালের সঙ্গে একাধিক সিন্ডিকেট জড়িত রয়েছে বলেও জানিয়েছেন তিনি। এসব সিন্ডিকেটকে আইনের আওতায় আনতে র‌্যাবের অভিযান চলমান রয়েছে।

ফয়সালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল আরিফ।

 

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!