নারায়ণগঞ্জশুক্রবার , ৩১ মার্চ ২০২৩
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁওয়ে সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Alokito Narayanganj24
মার্চ ৩১, ২০২৩ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁ প্রতিনিধি:সোনারগাঁওয়ে সহস্রাধিক আবাসিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) দিনব্যাপী মেঘনা শিল্পাঞ্চল এলাকার নিউটাউনের আশপাশের বিভিন্ন গ্রাম ও মহল্লার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এ সময় আরও সাতটি হোটেল রেস্তোরার গ্যাস সংযোগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিষ্ট্রিবিউশন কোম্পানি কর্তৃপক্ষ। এ সময় দুই কিলোমিটার এলাকায় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ লাইন তুলে নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন।

এদিকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে গ্রামবাসী বিক্ষোভ করে।পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মো. মনিরুজ্জামান মিয়া বলেন, উপজেলার মেঘনা নিউটাউন এলাকায় দীর্ঘদিন সহস্রাধিক অবৈধ গ্যাস সংযোগ চলছিল। অবৈধ গ্যাস সংযোগের ফলে গত ১০ বছরে সরকার প্রায় কোটি টাকা রাজস্ব হারিয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মেঘনাঘাট অঞ্চলের প্রকৌশলী তানভীর হাসান ও আতিকুল ইসলামসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!