নারায়ণগঞ্জবুধবার , ২৮ ডিসেম্বর ২০২২
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সোনারগাঁয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ

Alokito Narayanganj24
ডিসেম্বর ২৮, ২০২২ ১১:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে সহস্রাধিক দোকান উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন।

জানা যায়, কয়েকটি চক্র দীর্ঘদিন ধরেই মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ ও ভাড়া আদায় করছিল। বার বার উচ্ছেদ অভিযান পরিচালনা করলেও কোনোভাবেই তাদের স্থায়ীভাবে উচ্ছেদ করা সম্ভব হয়নি। দোকানপাট নির্মাণের ফলে ওই এলাকায় যানজট লেগেই থাকত।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, সড়ক ও জনপথের ওই জায়গায় একটি ফুটওভার ব্রিজ ও ইউলুপ নির্মাণ হবে।

সড়ক জনপথ অধিদপ্তরের (সওজ) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস জানান, এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো না। সোনারগাঁ ইউএনও রেজওয়ান উল ইসলাম বিস্তারিত বলতে পারবেন। তিনি দুদিন আগে ফোন করে উচ্ছেদের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং জনবল চেয়েছেন। আমরা তা দিয়েছি।

সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম জানান, দীর্ঘদিন ধরে তারা মহাসড়ক দখল করে দোকান বসিয়ে যানজট সৃষ্টি করতেন। ফলে পথচারীদের চলাচল অসুবিধা সৃষ্টি হতো। উচ্ছেদ অভিযান পরিচালনা করে মহাসড়কে থাকা সব অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে। ভবিষ্যতেও তারা যেন মহাসড়কে বসতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

উচ্ছেদ অভিযানে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী একেএম মনির হোসেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ান-উল-ইসলাম, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম, নারায়ণগঞ্জ সড়ক বিভাগের ভিটাকান্দির উপ-সহকারী প্রকৌশলী আবুল হোসেনসহ বিপুল পরিমাণ পুলিশ ও সড়ক জনপথ অধিদপ্তরের (সওজ) কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!