নারায়ণগঞ্জবুধবার , ২১ এপ্রিল ২০২১
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁয়ে রিসোর্টকাণ্ডে মামুনুলকে রিমান্ডে চায় সিআইডি

Alokito Narayanganj24
এপ্রিল ২১, ২০২১ ১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃ সোনারগাঁয়ে রয়েল রিসোর্টকাণ্ডের পর সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হকের সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই ঘটনায় করা দুটি মামলার তথ্য-উপাত্ত পর্যালোচনা করে তার সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এ সম্পর্কে আরও জানতে তাকে রিমান্ডে নিতে চায় সিআইডি। এদিকে, পুলিশের রিমান্ডে মাওলানা মামুনুল বলেছেন, মাদ্রাসাছাত্রদের ব্যবহার করে তিনি রাষ্ট্র ক্ষমতার শীর্ষে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।

মঙ্গলবার নিজ কার্যালয়ে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে করা ২৩টি মামলার তদন্তভার পেয়েছে সিআইডি। এসব মামলার তদন্তভার পাওয়ার পর এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তিনি বলেন, হেফাজতে ইসলাম মার্চের শেষ থেকে এপ্রিল পর্যন্ত সারা দেশে দাবি-দাওয়া আদায়ের নামে জ্বালাও-পোড়াও করেছে। সরকারি-বেসরকারি অবকাঠামোয় আগুন দিয়েছে, সড়ক অবরোধ করেছে। এগুলো প্রচলিত আইন অনুযায়ী অন্যায়। এরইমধ্যে আমরা ২৩টি মামলার তদন্তভার পেয়েছি। মামলাগুলোর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ১৫টি, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, চট্টগ্রাম ও মুন্সীগঞ্জে দুটি করে মামলা হয়েছে। হত্যা, বিস্ফোরক, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে এসব মামলা করা হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী এসব মামলার তদন্ত হবে। সিআইডির ফরেনসিক, ডিএনএ, অভিজ্ঞ তদন্ত কর্মকর্তা, সাইবার এক্সপার্ট রয়েছে।

এসব মামলায় মাওলানা মামুনুল হকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে কিনা এবং তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সিআইডি প্রধান ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, নারায়ণগঞ্জে করা মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। অন্য একটি মামলায় তিনি গ্রেফতার হয়ে রিমান্ডে আছেন। পরে আমরা গ্রেফতার দেখিয়ে (শ্যোন এরেস্ট) তার রিমান্ড চাইব। অন্য মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেলে সে পদক্ষেপও নেওয়া হবে।

হেফাজত প্রধান জুনায়েদ বাবুনগরী এবং হেফাজতের শীর্ষ নেতাদের সংশ্লিষ্টতা পেলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে মাহবুবুর রহমান বলেন, আমরা এসব মামলায় প্রাথমিক তদন্তে তিন ধরনের লোকের সংশ্লিষ্টতা পেয়েছি। এগুলো হলো- যারা উপস্থিত থেকেছেন, অনুপস্থিত থাকলেও ইন্ধন দিয়েছেন এবং দুষ্কর্মে সহযোগিতা করেছেন। বাবুনগরীসহ অন্য কারও সংশ্লিষ্টতার বিষয়টি তদন্তের স্বার্থে বলা যাচ্ছে না। তবে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি সহিংসতার মামলাগুলোতে ক্ষমতাসীন দলের বা কোনো জনপ্রতিনিধির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে সিআইডি প্রধান বলেন, আমরা আইন অনুযায়ী কাজ করি। তদন্তে যারই সংশ্লিষ্টতা পাওয়া যাবে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাষ্ট্র ক্ষমতার শীর্ষে যাওয়ার পরিকল্পনা করেছিলেন মামুনুল হক : মোহাম্মদপুর থানার মামলায় গ্রেফতার মাওলানা মামুনুল হককে ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশের তেজগাঁও বিভাগ। মঙ্গলবার ছিল রিমান্ডের দ্বিতীয় দিন। রিমান্ডে সাম্প্রতিক সহিংস ঘটনা এবং তার ব্যক্তিগত বিতর্কিত কর্মকাণ্ড সম্পর্কে তিনি মুখ খুলতে শুরু করেছেন। মাদ্রাসাছাত্রদের ব্যবহার করে রাষ্ট্র ক্ষমতার শীর্ষে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে তিনি স্বীকার করেন। এ কর্মকাণ্ড ভুল ছিল বলেও তিনি স্বীকার করেছেন। পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি হারুন অর রশীদ বলেন, মামুনুল দেশের আইন-কানুন, আদালত কিছুই মানতেন না। তিনি রাষ্ট্রকে চ্যালেঞ্জ করেছেন। তাকে রিমান্ডে নিয়ে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশের একটি সূত্র জানায়, রিমান্ডে মামুনুলের দাবি প্রথম স্ত্রীকে না জানিয়ে আরও দুটি বিয়ে করা তার ভুল ছিল। দুটি বিয়েই তিনি ‘মানবিক’ কারণে করেছেন। তার বিয়ে নিয়ে সারা দেশে বিতর্ক শুরু হলে চাপে পড়ে হেফাজতে ইসলাম। এ বিষয়ে মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া মাদ্রাসায় ঘরোয়া পরিবেশে মামুনুলকে ‘জেরা’ করেন হেফাজত নেতারা। তখন তিনি বলেন, দ্বিতীয় ও তৃতীয় বিয়ে শরিয়তসম্মত উপায়ে হয়েছে। তবে কোনো রেজিস্ট্রি বা কাবিননামা করেননি। বিয়ে করেছেন এর প্রমাণ হিসাবে তিনি দুটি বিয়ের সাক্ষীদেরও হাজির করেন। প্রথম স্ত্রী বা পরিবারকে না জানিয়ে বিয়ে করলেও সেটি শরিয়তসম্মত হয়েছে বলে হেফাজত নেতারা মেনে নেন। এটি তার ‘ছোট ভুল’ হিসাবে আখ্যা দিয়ে মামুনুলের পাশে থাকে হেফাজত।

একটি গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা জানান, ভারতের প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কর্মসূচি দিলে সহিংসতা হতে পারে এ নিয়ে মামুনুলসহ হেফাজতের শীর্ষ নেতাদের বারবার সতর্ক করা হয়েছে। তারা কোনো কথাই শুনতে চাননি। এসব সহিংসতার পেছনে মামুনুলসহ হেফাজতের অনেক শীর্ষ নেতার উসকানি ছিল। এ বিষয়ে মামুনুলকে জিজ্ঞাসাবাদ করা হলে, এটা ভুল হয়েছে বলে তিনি দাবি করেন।

 

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!