নারায়ণগঞ্জমঙ্গলবার , ২৬ ফেব্রুয়ারি ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁ থানার সাবেক ওসি ও এসআইয়ের বিরুদ্ধে হাইকোর্টে রিট!

Alokito Narayanganj24
ফেব্রুয়ারি ২৬, ২০১৯ ৯:২৩ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ ২৪ ডট নেট : সোনারগাঁ থানার সাবেক ওসি মোরশেদ আলম পিপিএম ও সাবেক সেকেন্ড অফিসার এসআই সাধন বসাকের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে রিট করেছেন আনিছুর রহমান আলমগীর। হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ আজ মঙ্গলবার শুনানী শেষে স্বরাষ্ট মন্ত্রনালয় এর সিনিয়র সচিব, পুলিশ মহা-পরিদর্শক, উপ-মহা পুলিশ পরিদর্শককে আনিছুর রহমানের করা অভিযোগটি দ্রুত সময়ের মধ্য নিষ্পত্তির নির্দেশ ও আনিছুর রহমানের বিরুদ্ধে করা মামলার বিষয়ে ব্যখ্যা দেওয়ার নির্দেশ দেন।

এ বিষয়ে আনিছুর রহমান আলমগীর বলেন,জাহিদুল ইসলাম স্বপনকে পুলিশ বেধরক মারধর করে। আমি আমার মোবাইলে মারধরের ঘটনা রেকর্ড করি। ঘটনার অডিও রেকর্ড থাকার পরও টাকার বিনিময়ে কয়েকজন মিথ্যা স্বাক্ষী দেয়। বিষয়টি আমার আইনজীবীর মাধ্যমে সর্বোচ্চ আদালতের নজরে আনি এবং আমাকে প্রায় ২০ মাইল দূরের একটি ঘটনায় দায়েরকৃত মামলায় আসামী করা হয়। এ বিষয়ে আমি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ করি। অভিযোগগুলো নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট বিভাগ। আভিযোগগুলো নিষ্পত্তির পরে অন্যান্য বিষয়ে আদেশ দিবেন আদালত। আশাকরি সর্বোচ্চ আদালতে ন্যায়বিচার পাবো।

উল্লেখ্য যে, গত ৮ অক্টোবর রাত ২.৩০ মিনিটে দত্তপাড়ার বাড়ী থেকে কোন প্রকার গ্রেফতারী পরোয়ানা, অভিযোগ বা মামলা না থাকা সত্ত্বেও আটক করা হয় সাবেক এমপির এপিএস জাহিদুল ইসলাম স্বপন, তার ভায়রা আনিছুর রহমান আলমগীর এবং ভাগীনা বাবুলকে। আটকের পর সোনারগাঁ থানার ওসি মোরশেদ আলম ও এসআই সাধন বসাক স্বপনকে

থানায় নিয়ে অমানুষিক শারিরীক নির্যাতন চালায়। শুধুমাত্র একটি পক্ষ থেকে বেআইনী সুবিধা পেয়ে এ জগন্য অন্যায় করেন সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম ও এস আই সাধন বসাক। পরে স্বপন মারাত্মক অসুস্হ্য হলে তাকে সোনারগাঁ স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করায়। পরে থানায় নিয়ে রশিতে ঝুলিয়ে পুনরায় মারধর করে এবং ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পুরো ঘটনাটির অডিও রেকর্ডও প্রকাশিত হয়। রেকর্ড প্রকাশের পর প্রায় ২০ মাইল দূরের একটি ঘটনায় দায়েরকৃত অস্ত্র মামলায় আসামী করা হয় আনীছুর রহমানকে। মামলা নং ৪৪(১২)১৮।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!