নারায়ণগঞ্জশুক্রবার , ২৮ ডিসেম্বর ২০১৮
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

১০ ঘণ্টা পর থ্রিজি ও ফোরজি সেবা চালু

Alokito Narayanganj24
ডিসেম্বর ২৮, ২০১৮ ৫:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ ২৪ ডট নেট : মোবাইল ইন্টারনেটের থ্রিজি ও ফোরজি সেবা বৃহস্পতিবার রাতে বন্ধ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর শুক্রবার সকালে আবার তা চালু করা হয়েছে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পাওয়ার পর সকাল সাড়ে ৮টার দিকে ফোর জি ও থ্রি জি সেবা চালু করা হয় বলে জানা গেছে।

টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা না হলেও মোবাইল ফোন অপারেটরগুলোর কর্মকর্তারা এই সেবা সাময়িকভাবে বন্ধ রাখার ‘নির্দেশনা’ পাওয়ার কথা জানিয়েছিলেন বৃহস্পতিবার রাতে।

বিটিআরসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে এ নির্দেশনা দেওয়ার পর তা বাস্তবায়ন শুরু হয়।’

আগামী রোববার একাদশ সংসদ নির্বাচনের আগে গুজব ও অপপ্রচার ঠেকাতে ইন্টারনেট বন্ধের কথা বারবার আলোচনায় আসে। এর মধ্যেই বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার পর থেকে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয় বলে অনেক গ্রাহক জানান। তবে তারযুক্ত ফিক্সড ব্রডব্যান্ড গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারে কোনও অসুবিধার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!