নারায়ণগঞ্জবুধবার , ২৮ অক্টোবর ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

৪২ লাখ টাকা পাচারকালে আড়াইহাজারের রাকিবুল আটক

Alokito Narayanganj24
অক্টোবর ২৮, ২০২০ ৬:৫৮ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃ চট্টগ্রাম থেকে দুবাইগামী উড়োজাহাজের রাকিবুল নামে এক যাত্রীর পকেটে ৪২ লাখ টাকা সমমূল্যের বিদেশি মুদ্রা পাওয়া গেছে। এ ঘটনায় তাকে আটক করা হয়েছে। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের ছোট ভাই ও নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা পাঁচরুখী এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে বলে জানা গেছে।

গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দুবাই যাওয়ার আগে বিদেশী মুদ্রাসহ তাকে আটক করা হয়। বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের সহকারী কমিশনার মুনাওয়ার মুরসালীন এ তথ্য জানিয়েছেন।

কাস্টমসের সহকারী কমিশনার মুনাওয়ার মুরসালীন বলেন, আটক যাত্রীর কাছ থেকে ৩৩ হাজার ৯০০ মার্কিন ডলার ও সংযুক্ত আর আমিরাতের ৪২ হাজার দিরহাম উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় তা ৪২ লাখ টাকার সমান। মুনাওয়ার মুরসালীন আরও বলেন, আটক ব্যক্তির কাছে যে বিদেশি মুদ্রা পাওয়া গেছে, তার কোনো  বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি।তাই তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এদিকে আড়াইহাজার থানা বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে এনিয়ে তোলপাড় চলছে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!