নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ১৮ আগস্ট ২০২২
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

ঢাকা-নারায়ণগঞ্জ বাসভাড়া ৫৫ টাকা

Alokito Narayanganj24
আগস্ট ১৮, ২০২২ ১২:০৮ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ঢাকা নারায়ণগঞ্জ বাসভাড়া ৪৫ টাকা থেকে ৬৫ টাকা আদায় করা হচ্ছিল। পরে সরেজমিনে পরিদর্শন করে বাসভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা।

বুধবার (১৭ আগস্ট) বিকেলে জেলা প্রশাসন থেকে ভাড়া ৫৫ টাকা নির্ধারণ করা হয়।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ঢাকা নারায়ণগঞ্জ বাসভাড়া ৪৫ টাকা থেকে ৬৫ টাকা আদায় করা হচ্ছিল। এ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে বসলে বাস মালিকরা ভাড়া কমাতে রাজি হননি। পরে জেলা প্রশাসন থেকে সরেজমিনে ঢাকা নারায়ণগঞ্জ যাতায়াত করে ভাড়া নির্ধারণে কমিটি করে দেওয়া হয়। সেই কমিটি সরেজমিনে পরিদর্শন শেষে ৫৫ টাকা ভাড়া নির্ধারণ করে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ ইসমত আরা বলেন, আমরা সরেজমিনে নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাবার পথে ১৯ দশমিক ৫ কিলোমিটার ও আসার পথে ২১ দশমিক ২০ কিলোমিটার পাই। ভাড়া হিসাব করলে যাবার পথে ২ টাকা ৪০ পয়সা হিসেবে ৫২ টাকা ও আসার পথে ৫৮ টাকা হয়। দুটোর সমন্বয় করে ঢাকা নারায়ণগঞ্জ বাসভাড়া ৫৫ টাকা করা হয়েছে। এ ভাড়া আজ থেকেই কার্যকর করা হবে। এর ব্যতিক্রম হলে নির্ধারিত মোবাইল টিমের তদারকিতে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!