নারায়ণগঞ্জশনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সিদ্ধিরগঞ্জে ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে ২৫ লাখ টাকা ছিনতাই

Alokito Narayanganj24
সেপ্টেম্বর ৪, ২০২১ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জঃসিদ্ধিরগঞ্জে দিনের বেলায় ফিল্মি স্টাইলে গুলি করে জয়নাল আবেদীন নামে এক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাই করেছে একদল দুর্বৃত্ত।

এসময় মোটরসাইকেল আরোহী ওই ছিনতাইকারীদের গুলিতে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছে। শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে পিডিকে সিএনজি স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার নানান্দী এলাকার ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, ঢাকা মতিঝিল এলাকার একটি মানি এক্সচেঞ্জ থেকে ২৫ লাখ টাকা তুলে তার চাচাতো ভাই মেহেদী হাসানসহ মোটরসাইকেল যোগে আড়াইহাজার যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন।

সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড পৌঁছালে চারটি মোটরসাইকেলে একদল ছিনতাইকারী তাদের পথ রোধ করে টাকার ব্যাগ দিয়ে দিতে বলে। তখন তিনি মোটরসাইকেলের গতি বাড়িয়ে সানারপাড় পিডিকে সিএনজি স্টেশনের সামনে গেলে ছিনতাইকারীরা তাকে ঘিরে ফেলে এবং তার  টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এসময় তিনি চিৎকার করলে একজন মোটরসাইকেল আরোহী ও কয়েকজন এগিয়ে গেলে ছিনতাইকারীরা কয়েক রাউন্ড গুলি করে। একটি গুলি এক পথচারীর পায়ের হাঁটুতে বিদ্ধ হলে তিনি আহত হয়ে সড়কে পড়ে যান। এই সুযোগে টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে শিমরাইল মোড়ের দিকে চলে যায়।

পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত পথচারীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। তার পরিচয় জানা যায়নি। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুপুরে আড়াইহাজারের মানি এক্সচেঞ্জ ব্যবসায়ী জয়নাল আবেদীন ও তার চাচাতো ভাই মেহেদী হাসান রাজধানীর মতিঝিল থেকে বিদেশী বিভিন্ন মুদ্রা পরিবর্তন করে ২৫ লাখ টাকা নিয়ে মোটরসাইকেল যোগে আড়াইহাজার ফিরছিলেন। পথে দুইটি মোটরসাইকেল যোগে ৪ জন ছিনতাইকারী সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে তাদের মোটরসাইকেল আটকে বেশ কয়েক রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে তাদের কাছে ২৫ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেলা পুলিশ সুপার (এসপি) জায়েদুল আলম জানান, ছিনতাইকারী চক্রটিকে গ্রেফতার করতে পুলিশ কাজ শুরু করছে। গুলিবিদ্ধ পথচারীকে ঢাকায় পাঠানো হয়েছে। তার নাম-পরিচয় জানা যায়নি।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!