নারায়ণগঞ্জশনিবার , ৬ অক্টোবর ২০১৮
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

আলীরটেকের ক্রোকেরচর আল মদিনা দাখিল মাদ্রাসাটি জরাজীর্ন!

alokitonarayanganj
অক্টোবর ৬, ২০১৮ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়নগঞ্জ ২৪ ডট নেট : নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকেরচর আল মদিনা দাখিল মাদ্রাসা জরার্জীন হলেও যেন দেখার কেউ নেই। প্রায় ২০ বছর আগে আলহাজ্ব আব্দুল কাদির মাদ্রাসার জন্য জমি দান করেন। তারই পুত্র মাওলানা জুলকার নাইম প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর হতে মাদ্রাসার ফলাফল পুরো আলীরটেকের মধ্যে সুনাম বয়ে আনে যা এখনো চলমান আছে।

এলাকাবাসী জানান, বর্তমানে মাদ্রাসা ৩০০ শিক্ষার্থী, ২০ জন শিক্ষক, ১৩ টি কক্ষ রয়েছে। মাদ্রাসা প্রতিষ্ঠার ২০ বছর অতিবাহিত হলেও আজো পর্যন্ত কোন সরকারী অনুদান পায়নি। ফলে টিনের ঘরে রোদ-বৃষ্টিতে পুড়ে ও ভিজে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের।

আব্দুস সালাম নামে স্থানীয় বাসিন্দা জানান, এক সময় মাদ্রাসাটিতে ৭শ’য়ের উপর শিক্ষার্থী ছিল। সরকারী সুযোগ সুবিধা না থাকায় ও টিনের ঘরে ক্লাস করতে হয় বিধায় শিক্ষার্থীর সংখ্যা কমলেও পরীক্ষার ফলাফল পুরো আলীরটেক ইউনিয়নের মধ্যে ভাল।

বর্তমান সরকার সারা দেশের মাদ্রাসার উন্নয়নে ৮০০০ কোটি টাকা একনেকে অনুমোদন দিয়েছে। এর মধ্য থেকে ক্রোকেরচর আল মদিনা দাখিল মাদ্রাসার উন্নয়নে সরকার বরাদ্ধ দিলে বহুতল ভবন নির্মান করা সম্ভব বলে মনে করেন এলাকাবাসী।

আলীরটেক ইউনিয়ন পরিষদের মেম্বার ও মাদ্রাসার পরিচালনা পরিষদের সদস্য রওশন আলী বলেন, আমার বাবা জমির দাতা ও বড় ভাই প্রতিষ্ঠাতা হলেও এখন মাদ্রাসা টি এলাকাবাসীর সম্পদ। এটি রক্ষা করা সবার দায়িত্ব। সরকার অনুদান দিলে মাদ্রাসা টিতে বহুতল ভবন নির্মান করে শিক্ষার্থীদের কষ্ট লাঘব করা সম্ভব। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!