নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ১৪ ফেব্রুয়ারি ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

আড়াইহাজারে গরুর ঘাস কাটা নিয়ে দুই গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষ

Alokito Narayanganj24
ফেব্রুয়ারি ১৪, ২০১৯ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ ২৪ ডট নেট : আড়াইহাজার উপজেলায় গরুর ঘাস কাটাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চালাকালীন বাজারের দোকান পাঠ বন্ধ হয়ে যায়। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি দোকান। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারদিকে। বুধবার বিকেলে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনার পর উভয় পক্ষের লোকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয়রা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে বিশনন্দী গ্রামের হাজী খোকনের জমি থেকে গরুর জন্য ঘাস তুলে নেয় দড়ি বিশনন্দী গ্রামের শাহনারা নামের এক নারী। এ নিয়ে খোকনের ছেলে শিকু সরকারের সঙ্গে বিশনন্দী গ্রামের শাহানারার ছেলে ওমর সানি ও মেয়ে তানিয়ার তর্কবিতর্ক হয়।

পরে শিকুর ভাই রিফাত ও শিকু গিয়ে ওমর সানী ও তানিয়ার বাড়িতে গিয়ে তাদের মারধর করে। পরবর্তীতে এ খবর বিশনন্দী গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামের লোকজন একত্রিত হয়ে বিশনন্দী গ্রামের খোকনের বাড়িতে আক্রমণ করে। এতে উভয় পক্ষের লোকজন দা, ছুরি, টেঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। বিকেল ৩টায় শুরু হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। থেমে থেমে চলে উভয়ের মধ্যে সংঘর্ষ।

সংঘর্ষে বিশনন্দী গ্রামের ইউপি সদস্য সাবেক চেয়ারম্যান হাজী বেনজিরসহ অন্তত ৩০ জন আহত হন। পরে বিশনন্দী গ্রামের ৮টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় ইউপি সদস্য আ. হান্নান। সংঘর্ষ চলাকালীন পুলিশের একটি প্রাইভেটকার ও স্থানীয় আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, তুচ্ছ ঘটনা নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!