নারায়ণগঞ্জমঙ্গলবার , ২ এপ্রিল ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

কাবাডিতে আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করতে পারিনি : এএসপি

Alokito Narayanganj24
এপ্রিল ২, ২০১৯ ৮:৪২ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেছেন, কাবাডি আমাদের জাতীয় খেলা হলেও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করতে পারিনি। প্রধানমন্ত্রীর নির্দেশে আইজিপি মহোদয় কাবাডি খেলা সারাদেশে ছড়িয়ে দিতে একযোগে সারা দেশে শুরু হয়েছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হবে। মাদকের ছোবল হতে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নাই। কেননা দেশের উন্নয়নে যুব সমাজের ভূমিকা অপরিসীম। ২ এপ্রিল মঙ্গলবার বিকাল ৪টায় জেলা পুলিশ লাইন্স মাঠে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস কাবাডি প্রতিযোগিতা-২০১৯ এর থানা পর্যায়ের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুবাস চন্দ্র সাহা, সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীন শাহ পারভেজ, জেলা পুলিশের আরআই মোঃ হাসমত আলী, সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (অপারেশন) জয়নাল আবেদীন, আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আজহার আলী, বন্দর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নওশেদ আলী, প্যানেল চেয়ারম্যান নুর হোসেন সওদাগর, জেলা ক্রীড়া সংস্থার আরিফ মিহির, প্রদীপ কুমার দাস প্রমুখ।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের আয়োজনে ও জেলা পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় জেলার ৭টি থানা অংশগ্রহন করছে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!