নারায়ণগঞ্জশনিবার , ১৪ ডিসেম্বর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

টাকা-পয়সার অভাবে ছাত্রছাত্রীরা যেন ঝরে না পড়ে : নাহিদা বারিক

Alokito Narayanganj24
ডিসেম্বর ১৪, ২০১৯ ৪:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিক বলেছেন, আমরা প্রায়ই পত্রিকার শিরোনাম হয়েছি। স্কুলের শিক্ষক দ্বারা ছাত্রী হয়রানী। এখানের প্রধান শিক্ষক আপনাদেরই মত একজন মা। আমি আপনাকে অনুরোধ করবো প্রতি ১৫ দিন না হোক প্রতি ১ মাস পর পর আপনি আপনার যে মেয়ে বাচ্চাগুলো আছে তাদের সাথে বসেন। তাদের একটু জিজ্ঞাসা করবেন কোথাও কোন সমস্যা আছে কিনা। কারণ কোনও না কোন কেউ একজন করবে তার জন্য পুরো নারায়ণগঞ্জ কেন আমরা বদনাম নিবো। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ শিশু ভর্তি ও ঝরেপড়া নিশ্চিতকল্পে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শুক্রবার ১৩ ডিসেম্বর সকাল ১১টায় এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় তিনি আরও বলেন, আপনাদের যিনি উপজেলা নির্বাহী অফিসার আছেন তার দরজা প্রতিদিন খোলা আছে। কখনো কোন জায়গায় যদি মনে হয় জানাতে হবে সরাসরি চলে আসবেন, সেটা যেরকম সমস্যাই হোক। আমরা সেটা সমাধান করার চেষ্টা করবো। এসময় তিনি মায়েদের উদ্দেশ্য করে বলেন, আপনার বাচ্চার প্রতি একটু বাড়তি মনোযোগ একটু খেয়াল রাখবেন। যেন কোন ছাত্রছাত্রীরা টাকা-পয়সার অভাবে কিংবা কোন কারণে ঝরে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে উপজেলা প্রশাসন থেকে সবধরনের সহযোগিতা করা হবে। বাল্যবিবাহ বন্ধে আগে আমাদের সচেতন হতে হবে। এসময় তিনি মায়েদের শপথ করান যেন কেউ মেয়েকে বাল্যবিবাহ না দেন।

মা সমাবেশে ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুল হক, সহকারী উপজেলা শিক্ষা অফিসার সামিনা নারগিস। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক, সাধারণ সম্পাদক কাজী আনিসুর রহমান, ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালমা সুলতানা, টাচ্স্টোন এডুকেশনাল হোমের অধ্যক্ষ সেলিনা সুলতানা, হাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন শিকদার, সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ মান্নান, কুতুবআইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরিয়ম বেগম, ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য তানজু হাসান, মীর ফয়সাল আলী, রোমানা সিদ্দিক, মাহাবুবুর রহমান খোকা ও অন্যান্য সকল শিক্ষকবৃন্দ। এসময় ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন ও মুক্তিযুদ্ধ কর্ণার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সঞ্চালনা করেন, ফতুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আঃ মোতালেব গাজী ও সোহরাব হোসেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!