নারায়ণগঞ্জরবিবার , ১ মার্চ ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

নারায়ণগঞ্জে ‘জাতীয় বীমা দিবস’ পালিত

Alokito Narayanganj24
মার্চ ১, ২০২০ ৬:১৫ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জেও ‘জাতীয় বীমা দিবস’ পালিত হচ্ছে। এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১লা মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এই র‌্যালি চাষাঢ়া শহীদ মিনার থেকে শুরু হয়ে জেলা প্রশাসক কার্যালয় পযর্ন্ত এসে শেষ হয়।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বীমা স্মৃতি বিজড়িত ১লা মার্চকে সরকার কর্তৃক ‘জাতীয় বীমা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়েছে।

সেই উপলক্ষে বীমা শিল্পের উন্নয়ন ও বীমার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর র‌্যালি, বিমা মেলা, আলোচনা সভা এবং অন্য কর্মসূচির মাধ্যমে এ দিবসটি পালন করা হবে। যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপনের লক্ষ্যে সকল বীমা প্রতিষ্ঠানে কর্মরত বীমা কর্মীদের বিশেষ প্রয়োজন ছাড়া ছুটি বাতিলের নির্দেশ দিয়ে প্রত্যেক বীমা প্রতিষ্ঠানে চিঠি পাঠিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

উল্লেখ্য যে, গত ৮ই জানুয়ারী ২০২০ ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে মন্ত্রীসভার বৈঠকে প্রতি বছর পহেলা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেন এবং এই বৎসর পহেলা মার্চ থেকে উক্ত বীমা দিবস যথাযথ মর্যাদায় পালনের নির্দেশ প্রদান করেন।

ইতোপূর্বে ২রা বা ৩রা মার্চ কে জাতীয় বীমা দিবস হিসেবে পালনের জন্য মন্ত্রিপরিষদে প্রস্তাব করা হয়েছিল। কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের পহেলা মার্চ তৎকালীন আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন বিধায় ঐতিহাসিক দিনের স্মৃতিচারণমূলক পহেলা মার্চ ভোটার দিবসকে ২রা মার্চে স্থানান্তরিত করে প্রতি বৎসর ১লা মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!