নারায়ণগঞ্জমঙ্গলবার , ১০ মার্চ ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

নারায়ণগঞ্জে মাস্কের দাম বেশি রাখায় জেল, লাখ টাকা জরিমানা

Alokito Narayanganj24
মার্চ ১০, ২০২০ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রির করার দায়ে একজনকে কারাদণ্ড ও আট ফার্মেসিকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বিভিন্ন ফার্মেসিকে মুচলেকার মাধ্যমে সতর্ক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে শহরের সবচে বড় পাইকারি ও খুচরা ওষুধ মার্কেট কালীরবাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক, আবদুল মতিন ও নাছরীন আক্তার পরিচালিত যৌথ অভিযানে এই জেল-জরিমানা করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন।

অতিরিক্ত মূল্যে মাস্ক বিক্রি করায় নূরুল মেডিকেল কর্নারের কর্মচারী বিশ্বজিৎ দাসকে (৩৫) ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এছাড়া নুরুল মেডিকেল কর্নার, রাজু মেডিকেল কর্নার, হাসান ফার্মেসি, হক ফার্মেসিসহ আট ফার্মেসিকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক  বলেন, করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্তের প্রেক্ষাপটে কিছু অসাধু ব্যবসায়ী জনগণের আতঙ্ককে পুঁজি করে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারের দাম বাড়িয়ে দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় জেলা ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিনের নির্দেশনায় এখানে তিনজন ম্যাজিস্ট্রেট অভিযান চালাই।

তিনি বলেন, আমরা এখানে যখন ক্রেতা হিসেবে কিনতে যাই, দেখি অল্প দামে মাস্ক সুযোগ বুঝে ৫০ টাকা করে বিক্রি করা হচ্ছে। তাই ভোক্তা অধিকার আইনে একজনকে এক মাসের জেল দিয়েছি।

এছাড়া বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ফার্মেসিগুলো থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ওষুধ পরিদপ্তরের পক্ষ থেকে প্রতিটি ফার্মেসিতে মূল্যতালিকাও দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!