নারায়ণগঞ্জশুক্রবার , ৮ ফেব্রুয়ারি ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

মানুষের কল্যাণে না আসলে জীবন মূল্যহীন : পলাশ

Alokito Narayanganj24
ফেব্রুয়ারি ৮, ২০১৯ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ ২৪ ডট নেট : জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যান বিষয়ক সম্পাদক আলহাজ্ব কাউছার আহমাদ পলাশ বলেছেন, সমাজে অনেক মানুষ আছে যারা কঠোর পরিশ্রম করেও সংসারের ব্যয়ভার ঠিক মতো বহন করতে পারেনা। পরিবারের অনেক আবদার রক্ষা করতে পারেনা। এ সকল নিরন্ন অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে হলে সমাজের বিত্তবানদের এগিয়ে আসবে হবে। শ্রষ্টাকে পেতে হলে তার সৃষ্টিকে ভালবাসতে হবে। যে জীবন মানুষের কল্যানে আসে না সে জীবনের কোন মুল্য নেই।

মানবতার কল্যানে নিয়োজিত সেচ্ছাসেবী সংগঠন মরহুম ইদ্রিস আলী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও আলীগঞ্জ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত দু:স্থ ও গরীব শিশুদের বিনামুল্যে সুন্নতে খাতনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শুক্রবার ৮ ফেব্রুয়ারি বিকেলে আলীগঞ্জ লেবার হলে অনুষ্ঠিত সুন্নতে খাতনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলীগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক হাজী মো: নুরুল ইসলাম মেম্বার। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি শাহাদাৎ হোসেন সেন্টু,আলীগঞ্জ ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক গোলাম কিবরিয়া সাত্তার, সংগঠক ও সাংবাদিক মোখলেসুর রহমান তোতা প্রমুখ।

সকল শিশুদের সুন্নতে খাতনা যেনো মহান রাব্বুল আলামিন কবুল করেন সে লক্ষে দোয়া পরিচালনা আলীগঞ্জ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা মো: আব্দুর রশিদ।

বিনামুল্যে গরীব ও দু:স্থ শিশুদের সুন্নতে খাতনা অনুষ্ঠানের প্রথম ধাপে আলীগঞ্জ পাগলা সহ বিভিন্ন এলাকার প্রায় শতাধিক শিশুকে সুন্নতে খাতনায় লুঙ্গী, গেঞ্জি, গামছা ও চিকিৎসা সেবা হিসেবে ঔষধ ও নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি আগামী ২৮ ফেব্রুয়ারি শিশুদের মাথায় পানি ও প্রীতিভোজ অনুষ্ঠান করার ঘোষনা দেন মরহুম ইদ্রিস আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কাউছার আহমাদ পলাশ।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!