নারায়ণগঞ্জসোমবার , ৪ মার্চ ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৮

Alokito Narayanganj24
মার্চ ৪, ২০১৯ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ ২৪ ডট নেট : রূপগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। সোমবার দুপুরে উপজেলার হাটাবো টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাটাবো আতলাশপুর এলাকার একটি জমি নিয়ে অধ্যাপক মাওলানা সামসুল হকের সঙ্গে একই এলাকার হামিদুল্লাহদের বিরোধ চলে আসছিল। জমিটি নিয়ে ২০০৮ সালে নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করেন সামসুল হক। পরে আদালত সেই মামলায় ২০১৪ সালে সামসুল হকের পক্ষে রায় দেন।

সোমবার দুপুরে আদালতের রায় অনুযায়ী সামসুল হকসহ তার লোকজন বিল্ডিং নির্মাণের লক্ষ্যে জমিটির মাটি পরীক্ষা করছিলেন। এ সময় প্রতিপক্ষ হামিদুল্লাহ ও তার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে রামদা, চাপাতি, টেঁটা ও বল্লমসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া ও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই পক্ষের লোকজন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। আহতদের মধ্যে মাওলানা সামসুল হক, জিলানি, আবু জাফর, জামিলা বেগম ও আব্দুর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, সংঘর্ষের সময় এক পক্ষ আরেক পক্ষের বাড়িঘরে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে উভয় পক্ষই দাবি করেছেন। সংঘর্ষের সংবাদ পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনার সৃষ্টি হয়। যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

এ বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল হক বলেন, তদন্ত মোতাবেক উভয় পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!