নারায়ণগঞ্জমঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২০
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সাইফউল্লাহ বাদলের ছেলের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

Alokito Narayanganj24
জানুয়ারি ২১, ২০২০ ১২:২২ পূর্বাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফউল্লাহ বাদলের বড় পুত্র মোসাব্বির আলম নয়নের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) বাদ মাগরিব ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ফতুল্লা রেলস্টেশন সংলগ্ন আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিবুল কবির হাবিবের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব ফরিদ আহমেদ লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব আফসার উদ্দিন। সভা পরিচালনা করেন ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক। এসময় আরও উপস্থিত ছিলেন, ফতুল্লা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সহিদুল ইসলাম সহিদ, ফতুল্লা ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক প্রধান, সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলাম সাদেক, প্রচার সম্পাদক মিন্টু পাল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এরফান আহমেদ বাবু, সহ-সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী, হাসমত মেম্বার, স্বেচ্ছাসেবক লীগ নেতা এসএম আমানউল্লাহ, সালাহউদ্দিন চৌধুরী, আফসানা আক্তার কোয়েল, ফরহাদ হোসেন, শাহজাহান, নিজাম মেম্বার, রিয়াজুল ইসলাম রিটন, আল-আমিন প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিলের আগে মোসাব্বির আলম নয়নের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়। পরে নয়নের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন ফতুল্লা রেলস্টেশন বাজার মসজিদের ইমাম মুফতি মাহমুদুল হাসান। মোনাজাত শেষে গরীব-দুঃখীদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। প্রসঙ্গত, রোববার (৫ জানুয়ারি) রাতে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোসাব্বির আলম নয়ন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরে সোমবার বাদ জোহর কাশীপুর ঈদগাহ মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে কাশিপুর খিলমার্কেটস্থ বড় কবরস্থানে তাকে শায়িত করা হয়।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!