নারায়ণগঞ্জসোমবার , ১৫ জানুয়ারি ২০২৪
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সোনারগাঁয়ে দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

Alokito Narayanganj24
জানুয়ারি ১৫, ২০২৪ ৫:৫১ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁ প্রতিনিধিঃ সোনারগাঁ উপজেলার দুই ইউনিয়নের দেড় হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সোমবার (১৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত কাঁচপুর ও সাদিপুর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ইলোরা ইয়াসমিন এ অভিযানের নেতৃত্ব দেন।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার সাদিপুর এলাকার স্থানীয় দালালচক্র টাকার বিনিময়ে এলাকায় অবৈধ গ্যাস সংযোগ দেয়। প্রতিবারই ওই গ্যাস লাইনগুলো কেটে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। তার মাঝে দালালচক্র মোটা অঙ্কের টাকা বাণিজ্য করছে। ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের ম্যানেজার এরশাদ মাহমুদ বলেন, কাঁচপুর ইউনিয়নের ললাটি পূর্ব ও পশ্চিম পাড়া ও সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার মোট ৪টি স্পট থেকে আনুমানিক দেড় হাজার আবাসিক চুলার অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। উচ্ছেদ করা হয়েছে ৮০০ ফুট পাইপ। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিতাসের সোনারগাঁ শাখার প্রকৌশলী রিয়াজুল ইসলাম, রিফাত আব্দুল্লাহ, সহকারী প্রকৌশলী সোহেল, শাহিন, সোনারগাঁ থানা ও নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সের বিপুল সংখ্যক পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!