নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ২৫ জুলাই ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সোনারগাঁয়ে ছেলেকে পুলিশে দিলেন মা

Alokito Narayanganj24
জুলাই ২৫, ২০১৯ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : মাদকাসক্ত ছেলের অত্যাচার সইতে না পেরে ছেলেকে পুলিশে দিয়েছেন সোনারগাঁ উপজেলার সাহাপুর গ্রামের এক বৃদ্ধা মহিলা। ভ্রাম্যমাণ আদালত রিফাত (২৫) নামের ওই মাদকাসক্ত ছেলেকে ৬ মাসের বিনাশ্রম কারাভোগের সাজা দেয়।

বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রিফাত সোনারগাঁ উপজেলার সাহাপুর গ্রামের মৃত আঃ মজিদের ছেলে।

জানা যায়, মাদকসেবী ছেলের অত্যাচার-নির্যাতন সীমা ছাড়িয়ে গেলে তার মা সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ তাকে বাড়ি থেকে আটক করে।

রিফাতের মা বলেন, রিফাত দীর্ঘদিন ধরে বিভিন্ন নেশাদ্রব্য সেবন করে আসছে। নেশার টাকার জন্য সে অশালীন আচরণ করে। এর আগেও একাধিকবার কারাভোগের পরেও না শুধরে ক্রমেই আরো বেপরোয়া হয়ে ওঠে সে। এমনকি নেশার টাকার জন্য সে পরিবারের লোকজনকে মারধরসহ ঘরের আসবাবপত্র ভাঙচুর করে মাঝেমধ্যে।

এ বিষয়ে সোনারগাঁ থানার এসআই (উপ-পরিদর্শক) আবুল কালাম আজাদ বলেন, স্বজনদের অভিযোগের ভিত্তিতে রিফাতকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়।এ পর্যন্ত রিফাতের নামে ৪ টি ডাকাতির মামলা রয়েছে। গত ১ সপ্তাহ আগে ডাকাতির মামলায় সে জামিনে এসে মাদকের টাকার জন্য তার মাকে মারধর করে ঘরের আসবাবপত্র ভাংচুর ও চুরি শুরু করে। তার অত্যাচার সইতে না পেরে পুলিশ অভিযোগ দিলে তাকে আটক করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!