নারায়ণগঞ্জবুধবার , ২৭ নভেম্বর ২০১৯
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সোনারগাঁয়ে জামিনে এসে মামলার বাদী ঘরে অগ্নিসংযোগ

Alokito Narayanganj24
নভেম্বর ২৭, ২০১৯ ৫:৩৪ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টেমদী গ্রামে হত্যা মামলাসহ পাঁচটি মামলায় আসামিরা জামিনে এসে মামলার বাদী ও তার স্বজনদের তিনটি বাড়িঘর ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৫ নভেম্বর) গভীর রাতে সন্ত্রাসীরা এ ঘটনা ঘটায়। এতে পুলিশের ভূমিকা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

জানা যায়, উপজেলার সনমান্দী ইউনিয়নের টেমদী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী মাহবুব মিয়াকে গত বছর ৩১ ডিসেম্বর পিটিয়ে ও কুপিয়ে মারাত্মকভাবে আহত করা হয়। এরপর আট মাস চিকিৎসাধীন থেকে গত ২৩ আগস্ট তিনি মারা যান।

এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়েরের পর তাদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। পরে ওই মামলার আসামিরা জামিনে ছাড়া পায়। এরপর ইসহাক মিয়ার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল সোমবার গভীর রাতে ঘুমন্ত অবস্থায় নিহত মাহাবুবের চাচা হালিম মিয়ার ঘরে ভাঙচুর ও লুটপাট করে তিনটি ঘরে অগ্নিসংযোগ করে। এতে নগদ দেড় লাখ টাকা, স্বর্ণালংকারসহ ২০ লাখ টাকার মালামাল পুড়ে যায়।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, অগ্নিসংযোগের বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতরা হত্যাসহ কয়েকটি মামলার আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!