নারায়ণগঞ্জবৃহস্পতিবার , ২৫ অক্টোবর ২০১৮
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সোনারগাঁয়ে সাদীপুর ইউনিয়নটি যেন মাদকের স্বর্গ রাজ্য!

alokitonarayanganj
অক্টোবর ২৫, ২০১৮ ১১:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়নগঞ্জ ২৪ ডট নেট : সোনারগাঁ উপজেলার প্রতিটি ইউনিয়ন যেন মাদক ব্যবসায়ী দের স্বর্গ রাজ্য। তার মধ্যে একটি হচ্ছে সাদীপুর ইউনিয়ন যেখানে রয়েছে ৯১ জন মাদক সম্রাট। যাদের অবাধ মাদক ব্যবসার কারনে যুব সমাজ আজ ধবংসের দারপ্রান্তে। সোনারগাঁ থানা পুলিশের

তালিকা সুত্রে জানা যায়, পুরো সোনারগাঁ উপজেলায় ৫৯৮ জন মাদক বিক্রেতা রয়েছে তার মধ্যে সাদীপুর ইউনিয়নে রয়েছে ৯১ জন মাদক ব্যবসায়ী। আলোকিত নারায়ণগঞ্জ ২৪.কম সাদীপুর ইউনিয়নের ৯১ জন মাদক বিক্রেতার তালিকা তুলে ধরছে জনস্বার্থে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন অভিবাবক সহ সচেতন মানুষ।

মাদক বিক্রেতারা হচ্ছেন, নানাখী বয়রাতলা এলাকার মৃত সুবল মিয়ার পুত্র শাহাজান,বেলপাড়া এলাকার মৃত আঃ গফুরের পুত্র চাঁন মিয়া,পঞ্চমীঘাট যুগিভিটা এলাকার মোতালেবের পুত্র আমজাদ, নানাখী এলাকার কাজিমউদ্দিনের পুত্র মোঃ হোসেন, বেলপাড়া এলাকার বাবুলের স্ত্রী খোদেজা,চৌত্রাপাড়া এলাকার মৃত আব্দুল হকের পুত্র মোশাররফ হোসেন মশু,বারগাঁও এলাকার মৃত ইদ্রিস আলীর পুত্র আয়নাল হক,চৌড়াপাড়া এলাকার আমির ও ডলির পুত্র সুমন,ভারগাঁও বাটপাড়া এলাকার মৃত জমিরউদ্দীন এর পুত্র সিরাজ মিয়া,একই এলাকার মৃত কুববত আলীর পুত্র ইয়াজ উদ্দিন, আফজল মিয়ার পুত্র সেলিম,মৃত আফতাব উদ্দিন এর পুত্র জাকির হোসেন, বরগাঁও এলাকার কাইয়ুম মিয়ার পুত্র মফিজুল, গজারিয়া পাড়া এলাকার মৃত লাল মিয়ার পুত্র এমদাদুল হক,একই এলাকার শাহজাহানের পুত্র রিপন,মৃত ছামাদের পুত্র বাচ্চু,মৃত লাল মিয়ার পুত্র এমদাদুল হক,গনকবাড়ী এলাকার গিয়াসুদ্দিন এর পুত্র ওলু মিয়া,একই এলাকার মাহমুদ মঈন এর পুত্র দ্বীন ইসলাম, আতশ আলীর পুত্র মনির,তমিজউদদীন এর পুত্র নাইম,বরগাঁও ভূইয়া পাড়া এলাকার কাদিরের পুত্র আনিছ,বারগাঁওরাজবাড়ী ভূইয়াপাড়া এলাকার মজিদ মিয়ার পুত্র বাদল ভূইয়া,সিংলাব এলাকার মৃত হাকিমের পুত্র সিরাজ হোসেন বশিরা,একই এলাকার মৃত দাইমুদ্দিনের পুত্র কালা,সিরাজ হোসেন এর পুত্র হানিফ,বেইলর এলাকার হারেজ মুখীর ছেলে কামরুজ্জামান, দেওভোগ এলাকায় মোসলেম এর পুত্র জয়নাল,বেইলর এলাকার হাসান আলীর পুত্র জামান,বরগাঁও রাজবাড়ী এলাকার সিরাজুল এর পুত্র জামাল,একই এলাকার আশরাফ,নামা বরগাঁও এলাকার জয়নাল মেম্বারের মেয়ের জামাই আনার,গজারিয়া পাড়া এলাকার শাহজাহানের পুত্র রিপন,নয়াপুর এলাকার আব্দুর রহমান পঙ্গুর পুত্র জনি,কলতাপাড়া এলাকার আজগর মিয়ার পুত্র রুবেল,চেতড়াপাড়া এলাকার জমির আলীর পুত্র হযরত,পিংলা এলাকার জাহেদ আলীর পুত্র আলম,রাজবাড়ী এলাকার সুরুজ মিয়ার পুত্র বিল¬াল,পিংলা এলাকার আব্দুল হক এর পুত্র মোশারফ,চোত্রপাশা এলাকার হাসমত মিয়ার পুত্র শান্ত,নানাখী এলাকার দাইয়ান মিয়ার পুত্র মামুন,বাইশটেকী এলাকার লুৎফর রহমান এর পুত্র নিটন ও হাতেম আলীর ছেলে আমজাদ,এঙ্গু মিয়ার পুত্র রুহুল আমিন নুকু,গনকবাড়ী এলাকার রমিজউদদীন এর পুত্র নাইম,একই এলাকার তোফাজ্জল হোসেন এর পুত্র মাসুদ,রমিজউদদীন এর পুত্র শাহীন,সাধুর নাতি রাকিব,শাহজাহান মিয়ার ছেলে মঞ্জু,নুর মোক্তার মিয়ার ছেলে আলমগীর,মৃত হাজ্বী মান্নান মিয়ার পুত্র সালাম ভূইয়া,কোনাবাড়ী এলাকার মৃত লেহাজ মিয়ার পুত্র কামাল,একই এলাকার মৃত মোজাফফর পুত্র হযরত আলী,সিরাজ মিয়ার পুত্র আনোয়ার,ভরৎ এলাকার আব্দুর রহমানের পুত্র ওসমান,দেওভোগ এলাকার হাসান মিয়ার পুত্র রমজান,একই এলাকার তাজুল ইসলামের পুত্র মনির হোসেন,নয়াপুর কাঠালিয়া এলাকার মৃত তারা মিয়ার পুত্র আমিনুল,বেইলর এলাকার রহিমুদ্দিনের পুত্র আনর আলী,বরগাও নামাপাড়া এলাকার ইদ্রিস আলীর পুত্র আইনাল মিয়া,বরগাও এলাকার জয়নাম মিয়ার পুত্র ইসমাঈল, একই এলাকার নুরুল মিয়ার পুত্র সুমন মিয়া,নুরুল ইসলাম, আমগাঁও এলাকার জাকির মিয়ার পুত্র সাহা,একই এলাকার বাচ্চু,খান মিয়ার পুত্র সাইদুল,আন্জু ভূইয়ার পুত্র সুমন,আয়নাল হক মিয়ার পুত্র কাজিমুদ্দিন, খয়রন মিয়ার পুত্র আরিফ,হবির পুত্র শাহীন,আসাবুদ্দিনের পুত্র আরিফ,নইমুদ্দিন এর পুত্র আমজাদ,আন্দার মানিক এলাকার জাকির,আনার,লস্কর বাড়ি এলাকার রহমানের পুত্র মনির,একই এলাকার আয়নাল,আবুল,সামসুল হক মেম্বারের পুত্র আয়নাল ও লিটন,হেলালুদ্দীন এর পুত্র শাহ আলম ও আলমগীর,হান্নান মিয়ার পুত্র রুবেল,রাজবাড়ী বরগাও এলাকার সিরাজ মিয়ার পুত্র মোঃ জামাল,মৃত জয়নালের পুত্র আশরাফ,মৃত মজিদ ভূইয়ার পুত্র মোঃ বাদল,আলম ভূইয়ার পুত্র মোঃ হারুন ভূইয়া,সুরুজ মিয়ার পুত্র বিল্লাল,বরগাও এলাকার রাজু,খন্দকার বাড়ির চৌত্রা পাশার সুলতান,পিঙ্গিলা এলাকার আব্দুল হকের পুত্র মোঃ মশু হোসেন মোশাররফ প্রমুখ।

উল্লেখিত মাদক ব্যবসায়ীদের কারনে সাদীপুর ইউনিয়নে যুব সমাজ ধবংসের দার প্রান্তে। এদের বেশীরভাগ ক্ষমতাসীন ও রাজনৈতিক দলের নেতাদের শেল্টারে থেকে ইয়াবা সহ মাদক ব্যবসা চালিয়ে আসলেও বেশীর ভাগ মাদক ব্যবসায়ীরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে।সচেতন
এলাকাবাসীর দাবী তালিকা ভূক্ত মাদক ব্যবসায়ী ছাড়াও আরো মাদক ব্যবসায়ী রয়েছে।তাদের সবাইকে আইনের আওতায় আনার দাবী জানান।
এ ব্যাপারে সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুর রশিদ মোল্লা বলেন,মাদকের বিরুদ্ধে আমি আছি থাকবো। কোন ছাড় নেই। এ বিষয়ে আমি সবধরনের সহযোগিতা করতে প্রস্তুুত আছি।

সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মোরশেদ আলম বলেন,মাদকের বিরুদ্ধে অবস্থান আমাদের চলমান প্রক্রিয়া। সামনে নির্বাচন নির্বাচনের পর আমরা প্রতিটি ইউনিয়নে সভা/ সমাবেশ করবো। যারা মাদক ছেড়ে দিয়েছে চেয়ারম্যানদের নিয়ে তাদের পূর্নবাসনের ব্যবস্থা করবো।যারা নতুনভাবে মাদক ব্যবসায় জড়াচ্ছে তাদের কঠোরভাবে নির্মূল করা হবে।মাদকের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্সে রয়েছে।

আগামীকাল শুক্রবার প্রকাশিত হবে পিরোজপুর ইউনিয়নের মাদক ব্যবসায়ীদের তালিকা। আলোকিত নারায়ণগঞ্জ ২৪.কমের সাথে থাকুন।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!