নারায়ণগঞ্জসোমবার , ৬ নভেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সোনারগাঁয়ে সাব-রেজিস্ট্রি অফিস কর্মচারীর বাড়িতে ডাকাতি

Alokito Narayanganj24
নভেম্বর ৬, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁ প্রতিনিধি:সোনারগাঁ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের কর্মচারীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে।

সোমবার (৬ নভেম্বর) ভোরে পৌর এলাকার নয়ামাটি গ্রামে এ ডাকাতি সংঘটিত হয়।

ডাকাত ঘরে ঢুকে স্বর্ণলংকার, টাকা, ল্যাপটপ, মোবাইল সেটসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী কুলসুম বেগম বাদী হয়ে দুপুরে থানায় মামলা দায়ের করেন।

ডাকাতির খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বাড়ির মালিক কুলসুম বেগম বলেন, তিনি সোনারগাঁ উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে নকল নবিশ হিসেবে কর্মরত।

তার ছেলে মোস্তাফিজুর রহমান সোহাগ আদমজী ইপিজেডে একটি কোম্পানিতে হিসাব রক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত।

সোমবার রাত আড়াইটার দিকে মুখোশধারী ১০-১৫ জনের ডাকাত দল বাড়ির কলাপসিবল গেইট ভেঙে প্রবেশ করে।

এ সময় ঘরের তিনটি কক্ষ তছনছ করে ঘরে থাকা তিন ভরি স্বর্ণ, ২০ হাজার টাকা, ল্যাপটপ, তিনটি মোবাইল সেটসহ প্রায় পাঁচ লাখের অধিক টাকার জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এলাকাবাসীর অভিযোগ, পৌর এলাকায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটছে। গত ছয় মাসের মধ্যে ৩-৪টি ডাকাতির ঘটনা ঘটেছে। গত মাসে গোবিন্দপুর গ্রামে ডাকাতি সংঘটিত হয়েছে। সেখান থেকে প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যাওয়া হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, ডাকাতির ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!