নারায়ণগঞ্জশনিবার , ২৪ নভেম্বর ২০১৮
  1. অর্থনীতি
  2. আরো
  3. এক্সক্লুসিভ
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. নারায়ণগঞ্জ
  7. বিনোদন
  8. রাজনীতি
  9. লিড নিউজ
  10. শিক্ষাঙ্গন
  11. সারাদেশ

সোনারগাঁ স্টিল মিলের দগ্ধ ১৩ জনের মধ্যে দু’জনের মৃত্যু

Alokito Narayanganj24
নভেম্বর ২৪, ২০১৮ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

আলোকিত নারায়ণগঞ্জ ২৪ ডট নেট : নারায়ণগঞ্জের সোনারগাঁ নয়াপুর এলাকার মোন্তাহার স্টিল মিলে দগ্ধদের মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৩ নভেম্বর) দিনগত রাত ২টায় মাসুম ও রাত সাড়ে ৩টার দিকে নয়ন মারা যান। নিহত দু’জনেরই শরীরের ৯০ শতাংশ পোড়া ছিল।

নিহত মাসুম বগুড়া সোনাতলা উপজেলার রানী পাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তার মামা শাহ আলম জানান, তিনি ওই মিলে শ্রমিক হিসেবে কাজ করতেন। নয়ন মুন্সীগঞ্জ জেলার আব্দুর রশিদ ঢালির সন্তান।

দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান। তিনি জানান, নারায়ণগঞ্জ স্টিল মিলে দগ্ধ ব্যক্তির সংখ্যা ছিল ১৩ জন। এদের মধ্যে মাসুম ও নয়ন নামে দু’জনের মৃত্যু হলো। বাকি দগ্ধ শ্রমিকরা হাসপাতালে চিকিৎসাধীন। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

নারায়ণঞ্জের মদনপুরে মোন্তাহার স্টিলমিলে রড তৈরির জন্য লোহা গল‍ানোর সময় গলিত লোহা গায়ে পড়ে ১৩ শ্রমিক দগ্ধ হয়ন। শুক্রবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- শ্রমিক রূপক (২০), সুজন (২৮), রানা (২২), আরিফ (২২) সজিব (২৫), গোপাল মণ্ডল (২৬) সালাউদ্দিন (২৫), কবির (৩৫), জাফর (২৫), মানিক (২৬) ও শাকিল (২৫)।

বার্ন ইউনিটের জরুরি বিভাগের একটি সূত্র জানায়, দগ্ধদের মধ্যে পাঁচ থেকে ছয়জনের অবস্থায় আশঙ্কাজনক।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউজটি শেয়ার করুন...

আপনার মতামত লিখুন........

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: দুঃখিত রাইট ক্লিক গ্রহনযোগ্য নয় !!!